২১শে ফেব্রুয়ারি
শতাব্দী জুড়েই ধ্বনিত চাবুকের শব্দ
আর উৎপীড়নের হাহাকার,
তবু শেকলের ঝনঝন কখন যেন পাল্টে গিয়ে
সঙ্গীতে এক, উদ্ধত সৌন্দর্যে!
ধূসর মাটির রাজপথ আজও রক্তে রাঙা,
শেকল চুরমারে ঐক্যতান-
বিশ শতকের আর্তনাদমাখা একমাত্র গান;
ফিনকি দেওয়া লাল রক্ত মেখে লেখা তাদের নাম-স্বর্ণাক্ষরে!
রক্তে রাঙা স্মৃতিতে সন্তান হারা মায়েদের কান্না;
বাংলার মাটিতে আঁকা নকশীকাঁথায় বীর শহীদের অমরগাঁথা।
শতাব্দী জুড়েই ধ্বনিত চাবুকের শব্দ
আর উৎপীড়নের হাহাকার,
তবু শেকলের ঝনঝন কখন যেন পাল্টে গিয়ে
সঙ্গীতে এক, উদ্ধত সৌন্দর্যে!
ধূসর মাটির রাজপথ আজও রক্তে রাঙা,
শেকল চুরমারে ঐক্যতান-
বিশ শতকের আর্তনাদমাখা একমাত্র গান;
ফিনকি দেওয়া লাল রক্ত মেখে লেখা তাদের নাম-স্বর্ণাক্ষরে!
রক্তে রাঙা স্মৃতিতে সন্তান হারা মায়েদের কান্না;
বাংলার মাটিতে আঁকা নকশীকাঁথায় বীর শহীদের অমরগাঁথা।
সুচিন্তিত মতামত দিন