একুশ আমার অহংকার
একটি কথা জানিয়ে রাখি
একুশ এলে পর
আহ্লাদী হই মন-মননে
ওঠেই খুশির ঝড় !
শির উঁচু হয় বিশ্ব মাঝে
বাংলা ভাষার জন্য ,
তুমি আমার আরাধ্য দেব
তুমিই যে প্রণম্য !
রোজ সকালে কিংবা রাতে
তোমায় করি স্মরণ ,
সাজিয়ে নিয়ে শ্রদ্ধার ফুল
তোমায় করি বরণ !
একুশ এলে সব কিছু বাদ
সব কিছু চুরমার
একুশ আমার প্রাণের মাঝে
ভাষার অহংকার !
একটি কথা জানিয়ে রাখি
একুশ এলে পর
আহ্লাদী হই মন-মননে
ওঠেই খুশির ঝড় !
শির উঁচু হয় বিশ্ব মাঝে
বাংলা ভাষার জন্য ,
তুমি আমার আরাধ্য দেব
তুমিই যে প্রণম্য !
রোজ সকালে কিংবা রাতে
তোমায় করি স্মরণ ,
সাজিয়ে নিয়ে শ্রদ্ধার ফুল
তোমায় করি বরণ !
একুশ এলে সব কিছু বাদ
সব কিছু চুরমার
একুশ আমার প্রাণের মাঝে
ভাষার অহংকার !
সুচিন্তিত মতামত দিন