অনন্য বন্দ্যোপাধ্যায়

অনন্য  বন্দ্যোপাধ্যায়
 একুশ মানেই 

একুশ মানেই বিশ্বজুড়ে মাতৃভাষার জয়
একুশ মানেই সকল হৃদয় ভাষায় ছন্দময়,
একুশ মানেই তোমার -আমার প্রাণের স্বপ্ন-আশা
একুশ মানেই ভোরের আলো মধুর বাংলা ভাষা ।

একুশ মানেই হৃদয়- জুড়ে বৃষ্টি ঝরঝর
একুশ মানেই চোখের জল কান্না থরথর,
একুশ মানেই ভাষার গান মায়ের টান
একুশ মানেই ভাষার জন্য তুচ্ছ প্রাণ ।

একুশ মানেই করবো শপথ রাখবো মাতৃভাষার মান
বিভেদ ভুলে হিংসা ভুলে গাইবো মানুষ জাতির গান ।




একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.