আব্দুল মাতিন ওয়াসিম

আব্দুল মাতিন ওয়াসিম
 তোমার আমার চোখের মাঝে 
মূল - অ্যাডোনিস, সিরিয়া 
অনুবাদ- আব্দুল মাতিন ওয়াসিম

যখন ডুবে যাই আমি
তোমার চোখে চোখ রেখে-
এক গুমোট সকাল
স্পর্শ করে আমার অনুভূতিকে;
দেখতে পাই, অতীতের মহাগর্তে
ডুবে গেছে আরও একটা কাল
আরও দেখতে পাই, বহু অজানা বিষয়
হাজিরা দিচ্ছে আমার জ্ঞানালোকে;
আর বুঝতে পারি- মহাবিশ্ব ছুটে চলেছে
তুমুল গতিতে
তোমার আমার চোখের মাঝে।


بين عينك و بيني

حينما أُغرقُ في عينيكِ عيني،
ألمح الفجر العميقا
وأرى الأمس العتيقا
وأرى ما لست أدري،
وأحسّ الكون يجري
بين عينيكِ وبيني .


 ভ্রমণ... 
মূল -অ্যাডোনিস, সিরিয়া 
অনুবাদ- আব্দুল মাতিন ওয়াসিম

না নড়েই এই যে অবিরাম
ভ্রমণ করে চলেছ তুমি
হে সূর্য, কীভাবে শিখি
তোমার পদচিহ্নের এ-কৌশল আমি। 


سفر...
مُسافرٌ دونما حراكِ:
يا شمس، من أين لي خُطاكِ؟





একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.