অস্পষ্ট আলো চাই, তোমার প্রসাধন যেখানে খুলে যাচ্ছে
জলের গতিতে স্নান হবে বলে এক ঝাঁক সাবান মেখে,বলি,
তেমন গন্ধ নেই, উগ্রতা চেয়ে নিতে চাই কিছু বিভ্রম আলোর কাছে
শব্দ তাল আমায় নাচিয়ে মারে। তবু কোথাও যেন ফুলস্টপে দাঁড়িয়ে আছি।
তাপসকিরণ রায়
Reviewed by sobdermichil
on
জানুয়ারী ৩১, ২০১৮
Rating: 5
কোন মন্তব্য নেই:
সুচিন্তিত মতামত দিন