স্বপ্ননীল রুদ্র
বিষণ্ণ পেয়ালা
সরিয়ে নিইনি আমি বিষণ্ণ পেয়ালা
তাকে আরও হতে দিয়েছি শোকজর্জর ---
বিষের মতন ক্রমবর্ধমান জ্বালা
জমে ভরে ওঠে যেন তার শূন্য ঘর।
তুমিহীন আসনের পাশে সময়ে চুমুকরত,
পেয়ালার পাকস্থলী ভরে শুধু জমে ওঠে স্মৃতি,
লেগে থাকা ঠোঁটের পরশ হয়েছে সদ্য বিগত
উষ্ণ সঞ্চয় হাসিল করে ছিঁড়েছো উষ্ণতা-বৃতি
বিষণ্ণ পেয়ালা আমি সরিয়ে নিইনি
তুমি-নির্ধারিত অবস্থান ভেঙ্গে দিয়ে
আমার নিজস্ব কোনও প্রতিষ্ঠা দিইনি
দিইনি কোনও দোহাই আশ্বাস ভিজিয়ে
যে ঠোঁট প্রস্হানে পারঙ্গম তাকে তবু আমেজের
আসন সাজিয়ে বার বার ধোয়া-ওঠা অভ্যর্থনা,
ছোট্ট করপুটে অর্পণের সময়পানীয় নিয়ে ফের
ফুরিয়ে যাওয়ার প্রতীক্ষায় বিষাদের কর গোনা...
সরিয়ে নিইনি আমি বিষণ্ণ পেয়ালা
তাকে আরও হতে দিয়েছি শোকজর্জর ---
বিষের মতন ক্রমবর্ধমান জ্বালা
জমে ভরে ওঠে যেন তার শূন্য ঘর।
তুমিহীন আসনের পাশে সময়ে চুমুকরত,
পেয়ালার পাকস্থলী ভরে শুধু জমে ওঠে স্মৃতি,
লেগে থাকা ঠোঁটের পরশ হয়েছে সদ্য বিগত
উষ্ণ সঞ্চয় হাসিল করে ছিঁড়েছো উষ্ণতা-বৃতি
বিষণ্ণ পেয়ালা আমি সরিয়ে নিইনি
তুমি-নির্ধারিত অবস্থান ভেঙ্গে দিয়ে
আমার নিজস্ব কোনও প্রতিষ্ঠা দিইনি
দিইনি কোনও দোহাই আশ্বাস ভিজিয়ে
যে ঠোঁট প্রস্হানে পারঙ্গম তাকে তবু আমেজের
আসন সাজিয়ে বার বার ধোয়া-ওঠা অভ্যর্থনা,
ছোট্ট করপুটে অর্পণের সময়পানীয় নিয়ে ফের
ফুরিয়ে যাওয়ার প্রতীক্ষায় বিষাদের কর গোনা...
কোন মন্তব্য নেই:
সুচিন্তিত মতামত দিন