গ্রামের নামটি বাঁশী
গ্রামের নামটি বাঁশী,
তার মাটি রঙের মন ।
পাশ দিয়ে বয়ে নদী,
নদীর তীরে বন ।।
রাঙা মোরাম পথ,
পথের নেই নাম ।
মোরগ ডাকা ভোর,
সঙ্গী ধূলোর ঘ্রাণ ।।
বিনুনি বাঁধা বিকেল,
বিকেল কাঁচা সোনা ।
নুড়ি পাথরে খেল,
আলোর আয়না ।।
টলমল রুপ পুকুর ,
তার শাড়ি ভেজানো স্নান ।
পেখম মেলে বক,
পেখম মেলে ধান ।।
ধানের শীষে রোদ,
রোদ যেন নয় হাত ।
ভাসে মোরগঝুঁটি চোখ,
উথলে ফ্যানভাত ।।
উথলে পড়ে কষ্ট,খিদে,সুর নয়,
তবু ঠোঁটে তাদের হাসি ।
নদী বয়ে ছলছল,
গ্রামটির নাম বাঁশী ।।
সুচিন্তিত মতামত দিন