তবু, বিশ্বাস
আগুন তরলে ভেতর পুড়িয়ে
জ্বলতে জ্বলতে বাঁচার তাগিদে
তোমার প্রথম রিফ্লেক্স যখন আমি,
একটানা "ভালোবাসি" আশ্বাসে
নিজেকে ভোলাতে চাওয়ার নাম,
তোমার কাছে, সেই আমি;
কথার পিঠে কথা কিছু বলতে চেয়েছি,
বলেছ, শুধু পূজো নাও, মানসী...
অঞ্জলি দিও না।
ল্যান্ডমাইন বোধোদয়ে ক্রমাগত
কাঁপা গলায় বি-ফ্ল্যাটে গেয়েছ,
আমার, আমার, আমার,
বাস্তবে ভয় হারাবার;
আশ্চর্য, পরাবাস্তবে জন্ম নেয়
এক স্নেহশীল পিতা,
বোহেমিয়ান প্রেমিক হৃদয়ে।
নিছক আড্ডা
তার চেয়ে চলো ওই
জার্মান সিলভার ফুলদানিটার কথা বলি
আতিথেয়তায় কেমন সুর তোলে,
সুরুচির আহা উহু ঢেউ
গদগদ মালিক ফাঁকতালে।
কৃতজ্ঞ দামী ট্যাগ ভাবে,
তুমি চিনেছিলে
তাই এই প্রশংসার ঠাঁই; হে প্রভু,
তুমি ঈর্ষা কুড়োতে ভালোবাসো
আমাকে জড়িয়ে, সঠিক দামটুকু
কখনো জানিও, কখনো...।
আগুন তরলে ভেতর পুড়িয়ে
জ্বলতে জ্বলতে বাঁচার তাগিদে
তোমার প্রথম রিফ্লেক্স যখন আমি,
একটানা "ভালোবাসি" আশ্বাসে
নিজেকে ভোলাতে চাওয়ার নাম,
তোমার কাছে, সেই আমি;
কথার পিঠে কথা কিছু বলতে চেয়েছি,
বলেছ, শুধু পূজো নাও, মানসী...
অঞ্জলি দিও না।
ল্যান্ডমাইন বোধোদয়ে ক্রমাগত
কাঁপা গলায় বি-ফ্ল্যাটে গেয়েছ,
আমার, আমার, আমার,
বাস্তবে ভয় হারাবার;
আশ্চর্য, পরাবাস্তবে জন্ম নেয়
এক স্নেহশীল পিতা,
বোহেমিয়ান প্রেমিক হৃদয়ে।
নিছক আড্ডা
তার চেয়ে চলো ওই
জার্মান সিলভার ফুলদানিটার কথা বলি
আতিথেয়তায় কেমন সুর তোলে,
সুরুচির আহা উহু ঢেউ
গদগদ মালিক ফাঁকতালে।
কৃতজ্ঞ দামী ট্যাগ ভাবে,
তুমি চিনেছিলে
তাই এই প্রশংসার ঠাঁই; হে প্রভু,
তুমি ঈর্ষা কুড়োতে ভালোবাসো
আমাকে জড়িয়ে, সঠিক দামটুকু
কখনো জানিও, কখনো...।
সুচিন্তিত মতামত দিন