শেকড়ের দৃষ্টি আকাশের দিকে
এক ফোঁটা জলের আকাঙ্খা
বিধর্মী মেঘ নত জানু ভূমির উপর
শিশিরের দরবারে ---
বৃষ্টি পতনের শব্দে বাজার দাম বদলে যাচ্ছে••••
নিঃশব্দ ইচ্ছার বীজ মন্ত্রে পাখি
স্থির জলে তারাগুলো ভাসে
নৌকোর উজানি যাত্রাপথ
অর্থহীন স্রোত গাছেদের জিম্মায় বন্দি
রাত্রি অপেক্ষার শরীরে তল্লাশি চালাচ্ছে ।।
অন্তঃবৃত্ত
অবিচ্ছিন্ন চল আমাদের চতুর্দিকে প্রবাহিত
রাতের তারা অন্তর্লিখিত চতুষ্পাঠী
যান্ত্রিক চিন্তা মুখোশ খুলে
নিচ্ছে বৈভবের স্বাদ
ক্ষমতাহীন পাহাড় কেবল
জল ঝরিয়েই ক্লান্ত
এক অন্তঃবৃত্তের ভেতরে ঘুরপাক খেয়ে
অহিংসাশী মন ঘাস ছেড়ে হাড়মাস চিবোয়---
রক্ত মাংসের স্বাদ দিনে দিনে খোরাকি হচ্ছে