Header Ads

Breaking News
recent

নবনীতা সরকার

নবনীতা সরকার
 বিপ্লবী কলম -

তুমি যদি চাও ফিরিয়ে দিতে পারি
আমার উষ্ণতায় মোড়া শীতঘুম
তুমি যদি চাও ফিরিয়ে  দিতে পারি
শিশির ভেজা আমার  স্বপ্নের সকাল
তুমি চাইলে ফিরিয়ে দিতে পারি
একুশে চঞ্চলতা ,সদ্য পাওয়া যৌবন।
তুমি যদি চাও ফেরাতে পারি
অসংখ্য ফুলশয্যার রাত
তুমি চাইলে ফেরোত দিতে পারি
সোঁদা মাটির গন্ধ মাখা আমার পথের পাঁচালি
তুমি একবার চাইলে হাসিমুখে ফেরত দিতে পারি পূর্ণ চাঁদের আলোয় ভেজা আমার কেতাবি সন্ধ্যা
তুমি যদি চাও নিমেষেই ফিরিয়ে দিতে পারি
উষ্ণ প্রস্রবণের মত বাসনা গুলি
তুমি যদি চাও ফিরিয়ে  দিতে পারি
প্রতি মূহুর্তে সংগৃহীত অভিজ্ঞতা
তুমি যদি চাও ফিরিয়ে দিতে পারি
তিল তিল সিঞ্চিত আমার ফুলের বাগান,আমার সাজানো  সংসার ।

তুমি চাইলে আমি বিপ্লব ঘটাতে পারি এ পতিত সমাজে। তুমি চাইলে আগুনে পুড়ে,ধুলোয় মিশে লিখতে পারি
 নতুন ইতিহাস । তুমি চাইলে রক্ত দিয়ে লিখতে পারি জীবনের গান।

শুধু হে কবিতার দেবী !
আমার কলমে ফিনিক্স এর প্রাণ দাও। ।Blogger দ্বারা পরিচালিত.