দীপশিখা চক্রবর্তী

দীপশিখা চক্রবর্তী
 নীল প্রজাপতি 

আকাশের বুকজুড়ে ধুমকেতুর মতো ছুটে চলে মহাজাগতিক অবাধ্য ভালবাসা,
আলোর রোশনাইয়ে সাজব বলে মোমবাতির মতো জ্বলে চলি অভিযোগহীন,
নীল নদীর জলে ভাসি লোহা-কাঠের তৈরী নৌকো হয়ে;
উন্মুক্ত হাওয়ার মাঝেও শুকনো পাতায় বাঁধি মজবুত ছোট্ট ঘর,
অবহেলা ভেঙে সারা ঘরের দেওয়ালে তোমার নাম দিয়ে আঁকি নকশা...

নীল জোছনায় মায়াবী আয়নার প্রতিবিম্ব ভেজায় অনন্ত অভ্রনীলে;
শীতের রাতে হৃদয়জুড়ে চাঁদের সাথে অশান্ত সমীরণ;
নীল অর্কিডের ওপর চাঁদ খসায় জোৎস্নার আভরণ;
লক্ষ্য করি জানালার পাশে বসা প্রজাপতির মায়ায় ডুবে থাকা আকণ্ঠ শরীরী কোলাজ!
না,চাইনি তোমার ছায়া হতে;
অসতর্ক, বুকে টেনে নিই জোৎস্না;
আকাশের গুড়ো নীল রঙ মাখি বুকভরে,
সোহাগের স্নান সারি তোমার প্রিয় নীল কল্পনার জলে;
নির্বিকারে গড়ে ওঠে অবয়বহীন প্রেমের অলীক দ্রাঘিমা ;
উত্তপ্ত স্পর্শে হয়ে উঠি তোমার প্রেমের প্রজাপতি, নীল....

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.