দেবজিৎ দে

দেবজিৎ দে
 অলীক 

কল্পচিত্রে আজও আমি ভীত
বুঝি , জাগ্রত বিবেক
না পারি মিথ্যে বলতে
না পারি ধরতে ভেক ।
শৈশবে দেখেছি শাস্তির বিধান
পুরানো ক্যালেন্ডারে
ফুটছে কেউ গরম তেলে 
শূল বিদ্ধ পাপানুসারে ।
ভয়ে দু'চোখ হাতের চেটোয়
ঢেকে নিয়ে উদ্বেগে
ভুলেছি দুস্বপ্ন , আঁকরে
ধরে মাকে ।
এ সব ছবি যম রাজ্যের
নিদ্রাতেও হাস্যরত
অধিক পাপেও হয় না আজ -
কোনো ক্ষত !

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.