মাঝির কথা
উদাস মাঝি টানে যাপন দাঁড়
হাসি-কান্নার ছলাৎ ছলে-
স্থির চাহনি দিগন্ত কিনারে।
নদীর বিলাসিত ঢেউ কখনো
নিমগ্ন কোজাগরী রাতে-
কখনোবা অমা-মাধুরীতে।
আবার হঠাৎ টাইফুনে তোলে
ঢেউ উথাল-পাতাল।
উদাস মাঝি টানে যাপন দাঁড়
হাসি-কান্নার ছলাৎ ছলে-
স্থির চাহনি দিগন্ত কিনারে।।
কোন মন্তব্য নেই:
সুচিন্তিত মতামত দিন