অরুণিমা মন্ডল দাস
বৈশাখী হিসাব-নিকাশ
যে ছেলেটি আবীরমাখা চোখে বসন্ত চাইল না
তাঁকে পয়লা বৈশাখে মিষ্টি দিও না
বুকে ব্যথা উঠলে ঘরবাড়ি পৃথিবীটা ভেঙে পড়বে
কালকে যে কীর্তণীয়াদের পায়ের ধুলো পড়ে থাকবে--
তাতে মৃতদেহের ছায়া পাবে
অভিমানগুলো পড়ার টেবিলের হ্যারিকেনের মাথায় সেঁকছি
আদুরে স্মৃতির শিউলিগুলো সারা শরীরে চুম্বনে অস্থির
নতুন তঁাতের শাড়ি মিষ্টিরসে হালকা সালোয়ারের চাউনি
নতুন পাঞ্জাবির বোতামগুলো মধু সন্ধানে হঁাটছে
হালকা চা য়ের বিস্কুটে প্রেম ঝাল-পকোড়া
আকাশটা জ্বলছে ,ভিজছে ,নাচছে কাঁদছেও পুরোনো সুখের খোঁজে--
কোন মন্তব্য নেই:
সুচিন্তিত মতামত দিন