Header Ads

Breaking News
recent

অনু সোম সঞ্জনা ঘোষ

অনু সোম সঞ্জনা ঘোষ
 সমুদ্র অথবা আমি 

পূর্বাভাসে ঝড় এলে  সমুদ্রও কেমন গুটিয়ে আসে। থমথমে আকাশ স্রোত গভীরে।খোলোসে জমে থাকে কিছু অন্ধকার। অন্ধকার লালন করতে হয়। অন্ধকার পালন করতে হয়। নিজেকেই নিজের মুখোমুখী দাঁড় করিয়ে বয়ে যেতে হয় স্রোতে। ভিড়ের মাঝেও নিজেকে একলা দেখতে হয়। 

ফেলে আসা মুহূর্তে ভরে ওঠে স্রোত। ঢেউ এ ঢেউ এ গুছিয়ে নিই নিজেকে। মরসুম বদলায়, পূর্বাভাসও বদলায়। মরসুমী পরিযায়ী দলে দলে ভিড় করে স্রোতে গা ভেজাতে।

উত্তাল আনন্দে বয়ে চলে লোনা জল, সমুদ্র খোঁজে না পরিযায়ী, পরিযায়ী খোঁজে আনন্দ... 
Blogger দ্বারা পরিচালিত.