তপশ্রী পাল

তপশ্রী পাল
 নীরব মিছিল 

চাই না তোমার দৃষ্টি
পুষ্পিত নিভৃত বক্ষস্থলে
অথবা পুরুষাঙ্গ স্পর্শ
নিবিড় নিতম্বে সহসা -
নারীসত্তা নিরন্তর আহত
অপমানিত প্রতিদিন
মি টু ! আমিও! আমিও সেই দলে !

দেখো না মস্তিষ্ক তার
দিকে দিকে করে বিশ্বজয় !
দেখো না মমতা মাখা
কোমল হৃদয় !

শুধু কাম শুধু লিপ্সা
ধর্ষিত যোনিতে রক্তক্ষয় -
কবে বন্ধ হয় -
সেই আশে মোম হাতে
নীরব মিছিল !
মি টু ! আমিও! আমিও সেই দলে !



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.