ধুলোবালির লেখা কেবল কিছু মুহূর্তকে আঁকতে চায়। কিছু অবিনশ্বর শ্যামল পুকুরঘাট ,যাদের জল অনেক গভীর । কানেকানে ঘুরে যায় গল্প । তেমন করে প্রাক্তন নয় অথচ শব্দের তাপ অধরা । তাগিদ কেবল গল্প বলার নয় । কোন দীপ্ত মূর্ছনায় ডুবিয়ে দেওয়াও নয় । আসলে প্রথাগত ব্যাকরণের সমান্তরাল এ কেবল একটা আত্মকথনের মতো নীরব কিছু মুহূর্ত ...কিছু চরিত্র ,খুব চেনা অথবা খুব ভুলতে চাওয়া ।
চারফর্মা জুড়ে কেবল সময়ের সেই ম্যাজিকটাকে ধরতে চাওয়া হয়েছে । লেখক এখানে নিয়ন্ত্রক নন । একজন বিশুদ্ধ দর্শক যেভাবে পুঙ্খানুপুঙ্খ দেখতে অভ্যস্ত দিন এবং রাত্রি সেইভাবেই তরঙ্গ বিলিয়ে যায় গভীর থেকে গভীরে । জলের কোলে বৃত্ত বড় হয় ...মিলিয়েও যায় হয়তো । তবু অবসরে ফিরে আসা নিজের পাশে ...নিজস্বের পাশে ।
'ধুলোবালির লেখা'। সায়ন্ন্যা দাশদত্ত
প্রকাশক -ধানসিড়ি
প্রচ্ছদ -সেঁজুতি বন্দোপাধ্যায়
প্রাপ্তিস্থান -ধ্যানবিন্দু , দে বুক স্টোর(দীপু )এবং শীঘ্রই অনলাইনেও
সম্ভাব্য প্রকাশ -জানুয়ারি ,2018
Tags:
সাহিত্য সংস্কৃতি বার্তা