শ্রীলেখা মুখার্জ্জী
বিষবৃক্ষ
কোনো এক সোঁদাগন্ধী বৃষ্টিভেজা রাতে
বীজ পুঁতেছিলাম আমরা
মনে মনে বোধিবৃক্ষের আকাঙ্খাই ছিলো ;
ন'মাস প্রতীক্ষার পর
স্পর্শ করলাম সেই কোমল চারাগাছ...
মমতা.. আস্কারা আবদারে তরতাজা লতাটি
বাড়তে বাড়তে আপাতদৃষ্টিতে বৃক্ষের অবয়ব ,
পৌরুষের উদ্ধত অহংকার ;
বিকৃত মানসিকতায় ,ঝাঁঝরা করেছিলো তার মনুষ্যত্ব...
চোখে পড়ে নি ;
নজরে আসেনি ,বৃক্ষটির ক্রমে বিষবৃক্ষ হয়ে ওঠার সফর
স্নেহান্ধ গান্ধারীর মতো তার দোষ দেখিনি কখনও ;
আজ ফুলেরা ফুটতে ভয় পায়
বিষবৃক্ষের বিষে তারা জর্জরিত...
হিংস্র থাবায় নিষ্পেষিত
পাপড়ির মৃত্যু ঘটে কুঁড়ির অন্তরে ;
ইদানিং সমাজে দাপিয়ে বেড়ায় ধর্ষক
পুরুষ একটিও নেই---
দোষী আমরা...তাই দায় আমাদেরই,
নিথর অন্ধকারে আজকাল ভুলগুলো খুঁজি ;
গান্ধারীর দৃষ্টি উন্মোচনের কাল সমাগত এখন---
কোনো এক সোঁদাগন্ধী বৃষ্টিভেজা রাতে
বীজ পুঁতেছিলাম আমরা
মনে মনে বোধিবৃক্ষের আকাঙ্খাই ছিলো ;
ন'মাস প্রতীক্ষার পর
স্পর্শ করলাম সেই কোমল চারাগাছ...
মমতা.. আস্কারা আবদারে তরতাজা লতাটি
বাড়তে বাড়তে আপাতদৃষ্টিতে বৃক্ষের অবয়ব ,
পৌরুষের উদ্ধত অহংকার ;
বিকৃত মানসিকতায় ,ঝাঁঝরা করেছিলো তার মনুষ্যত্ব...
চোখে পড়ে নি ;
নজরে আসেনি ,বৃক্ষটির ক্রমে বিষবৃক্ষ হয়ে ওঠার সফর
স্নেহান্ধ গান্ধারীর মতো তার দোষ দেখিনি কখনও ;
আজ ফুলেরা ফুটতে ভয় পায়
বিষবৃক্ষের বিষে তারা জর্জরিত...
হিংস্র থাবায় নিষ্পেষিত
পাপড়ির মৃত্যু ঘটে কুঁড়ির অন্তরে ;
ইদানিং সমাজে দাপিয়ে বেড়ায় ধর্ষক
পুরুষ একটিও নেই---
দোষী আমরা...তাই দায় আমাদেরই,
নিথর অন্ধকারে আজকাল ভুলগুলো খুঁজি ;
গান্ধারীর দৃষ্টি উন্মোচনের কাল সমাগত এখন---
কোন মন্তব্য নেই:
সুচিন্তিত মতামত দিন