তুমি রক্তাক্ত হয়ে মাটিতে কাতরাচ্ছো
তোমার পাংশু মুখ ঘিরে কত অচেনা মুখের উল্লাস
তোমার কান্না আমি শুনতে চাই না, উঠে দাঁড়াও ।
তোমার শরীরে একটা সুতোও রাখেনি পাষণ্ডরা
সমাজ আর তোমার দায়িত্ব নেয় না
তোমার জন্য রাখা ছিল কেবল অত্যাচার।
প্রেমে প্রত্যাখ্যাত হলে অ্যাসিড আছে
তুমি পাষণ্ডের নও তো কারো নও
সমাজ বিচ্ছিন্না হয়ে ঘরে পচে মরো পোড়ামুখি
তোমার মন নেই , ইচ্ছা নেই
মাংসের দামে বিক্রিত দ্রব্য হয়ে মরে বেচে থাকো ।
যৌন বিকারের শিকার হওনি বলে
তোমার তলপেট এফোঁড় ওফোঁড় করে বের করে আনে নারীত্ব
বেরিয়ে পড়ে আধুনিক থেকে উত্তর আধুনিক হয়ে ওঠা
কালো কিম্ভুতকিমাকার সভ্যতার উলঙ্গ চেহারা ।