কথায় কথায় রাত কেটে যায়
জানো তো, তোমার জন্য দুটো পাহাড় কিনেছি ।
- দুটো, ... দুটো কেনো ?
আরে, এটাও বোঝো না ! ঘুরে ফিরে শীত গ্রীষ্ম কাটাবো তোমায় নিয়ে নির্জন শৈল নিরালায়,
বিচ্ছেদ সইতে পারিনা যে...
- নির্জন পাহাড় আমার ভালো লাগে না
লাগবে, লাগবে..., পূর্ণিমার চাঁদকে বলেছি, ক'দিনের ছুটি নিয়ে ও থাকবে সারারাত,
আমাদের সাথে...
- বেশ শুধুই তুমি আমি আর চাঁদ ?
তা কেনো ? পাহাড়ের বুক চিরে নেমে আসা ফেনিল ঝর্ণা নাইয়ে দেবে তোমায় আমায়,
আদিম লালসায় ।
- যা! কি যে বলো...
তোমার নিরাবরণ বুকে, নাভিতে, কটিদেশে খেলে যাবে সুগন্ধিত বেল, জুঁই, হাসনুহানা,
চাঁদনি রাতে নিবিড় সোহাগে...
- বা ! তারপর ?
তারপর আর কি ? খুশিতে তুমি নাচবে, কতশত শতদল ফুটবে তোমার পদচিহ্ন জুড়ে,
আর একটি মাধবীলতা ছুঁয়ে থাকবে তোমাকে শারীরিক পেলবতায় ।
সুরেলা ঝর্ণার সপ্তসুর অনুরণিত হবে আকাশ বাতাস জুড়ে ।
- এভাবেই কেটে যাবে অপেক্ষার বিনিদ্র রাত ?
তা কেনো, লাখো গোলাপ খচিত গালিচায় তুমি আমি আর জেগে থাকবে সহস্র-এক আরব্য রজনী,
সুখসন্ধানী উষ্ণতার বাহুডোরে ।
- সবই বুঝি..., অক্ষমতার বাহানায় দেখি, পুরুষ পুরুষ অভিনয়, বাকিটা মেকি...
বুঝেছি, আসলে তুমি ঘুমন্ত আদমটাকে খোঁচা দিয়ে জাগাতে চাইছো,
সুপ্ত আগ্নেয়গিরিকে অসময়ে জাগালে ফল কি হবে,
ভেবে দেখেছো কি ...?
- দুটো, ... দুটো কেনো ?
আরে, এটাও বোঝো না ! ঘুরে ফিরে শীত গ্রীষ্ম কাটাবো তোমায় নিয়ে নির্জন শৈল নিরালায়,
বিচ্ছেদ সইতে পারিনা যে...
- নির্জন পাহাড় আমার ভালো লাগে না
লাগবে, লাগবে..., পূর্ণিমার চাঁদকে বলেছি, ক'দিনের ছুটি নিয়ে ও থাকবে সারারাত,
আমাদের সাথে...
- বেশ শুধুই তুমি আমি আর চাঁদ ?
তা কেনো ? পাহাড়ের বুক চিরে নেমে আসা ফেনিল ঝর্ণা নাইয়ে দেবে তোমায় আমায়,
আদিম লালসায় ।
- যা! কি যে বলো...
তোমার নিরাবরণ বুকে, নাভিতে, কটিদেশে খেলে যাবে সুগন্ধিত বেল, জুঁই, হাসনুহানা,
চাঁদনি রাতে নিবিড় সোহাগে...
- বা ! তারপর ?
তারপর আর কি ? খুশিতে তুমি নাচবে, কতশত শতদল ফুটবে তোমার পদচিহ্ন জুড়ে,
আর একটি মাধবীলতা ছুঁয়ে থাকবে তোমাকে শারীরিক পেলবতায় ।
সুরেলা ঝর্ণার সপ্তসুর অনুরণিত হবে আকাশ বাতাস জুড়ে ।
- এভাবেই কেটে যাবে অপেক্ষার বিনিদ্র রাত ?
তা কেনো, লাখো গোলাপ খচিত গালিচায় তুমি আমি আর জেগে থাকবে সহস্র-এক আরব্য রজনী,
সুখসন্ধানী উষ্ণতার বাহুডোরে ।
- সবই বুঝি..., অক্ষমতার বাহানায় দেখি, পুরুষ পুরুষ অভিনয়, বাকিটা মেকি...
বুঝেছি, আসলে তুমি ঘুমন্ত আদমটাকে খোঁচা দিয়ে জাগাতে চাইছো,
সুপ্ত আগ্নেয়গিরিকে অসময়ে জাগালে ফল কি হবে,
ভেবে দেখেছো কি ...?
সুচিন্তিত মতামত দিন