Header Ads

Breaking News
recent

রুমা ঢ্যাং অধিকারী

রুমা ঢ্যাং অধিকারী
 শুকনো লঙ্কা 

এই ঘুঘু চড়া মাঠের মাঝখানে পুড়ছে
                           গুটি কয়েক শুকনো লঙ্কা

ভিলা পেরিয়ে যতটা প্রহর চলে যায়
   কানের কাছে ধার করে শোনা
                         শব্দের ক্রমশ তীব্রতর হওয়া

আশেপাশে আশনাই আটক পড়েছিল কাল
আজন্ম গেলেও সার্চলাইট দেখাবে
            শিয়ালপণ্ডিত কোনদিন দেবদারু পোঁতেনি
   অথচ প্রকৃতি নিজস্ব ভাষা পাঠ করে

মুগুর নিয়ে ঘোড়া ডিঙিয়ে যাচ্ছে বন্দুকের নল
           ঘাসবন ছেঁড়াছিঁড়ি উৎসব চলেছে
এবং গালজোড়া খ্যাতি ঘুরছে
                      মৃত্যুকূপের শেষ ট্র্যাকে


-

Blogger দ্বারা পরিচালিত.