Header Ads

Breaking News
recent

স্বপ্ননীল রুদ্র

স্বপ্ননীল রুদ্র
 আত্মদানি , তুমিফুল 

উপহার সেজে নান্দনিক মোড়ক জড়িয়ে গায়ে
তোমার লতাকোমল হাতে ঠিকানা এঁকেছিলাম
এক বৃষ্টি-বিশ্রাম কাঙ্খিত ফুরফুরে সন্ধ্যা-সংলাপে ;
গন্তব্যে এসে সেই অঙ্কন দেখেছিল তোমার আঙুলে
ফুলের ডাটি, দশরঙা পাপড়ির আসন্ন প্রসবের
সোনালী ঝলক। বর্ণবিভ্রান্তির ঘোরের ভিতরে
আমি তখন তোমার হাত ইচ্ছেমত ব্যবহার
করে নিয়ে মোড়কের ছদ্মবেশ উন্মোচনে রত...

তোমার বৃষ্টি ও বৃষ্টিহীনতার সমস্ত টুকরো
ফুল-চঞ্চলতার সূতোয় সেলাই শুরু হতেই
আমার বুক অবধি ঝর্ণাস্বচ্ছ জলে ভরে ওঠে---
তোমার আঙুলগুলি ডুবিয়ে দিই,রস সঞ্চার
পর্বতারোহীর মতো ঊর্ধ্বগামী হয়ে অচিরেই
লক্ষ্যনিবিষ্ট হয় : আমার আত্মদানির পরিধি
ভরে থাকে তোমার আঙুলে --- আম্রমুকুলের মতো
তুমি অধ্যুষিত হয়ে থাকো আমার প্রধান অংশে...Blogger দ্বারা পরিচালিত.