দ্বিপাক্ষিক তর্জায় ডুবে যায়
বিচারের ক্ষীণ আর্তস্বর
প্রবল জারি থাকে মতানৈক্য
সমাজ চিরকালই জাতিস্মর
ধর্ষক না পোষাক? আদতে কে অন্যায়কারী?
নারী পুরুষ এই সময়টা সকলেই কৌঁসুলি
কাঠগড়ায় যখন সহজ টার্গেট
আসামী সেখানে নারীদেহ চাঁদমারী
দোষারোপের আঙুল লক্ষ্যভ্রষ্ট হয়না
সে দুহিতা চার হোক বা আশি
বর্বর এই সময়, নারী আত্মায় বলছি
তোমার ন্যায্য বিচার ফাঁসি