পিনাকি

ডানা পোড়া একটি  প্রজাপতির  গল্প
-যাতি ,  তুমি যখন গভীর অরণ্যে , চার নখের  হিংস্র জন্তু  শিকার করতে যাও , তখন সাবধান থাকো ?
-হ্যাঁ , গুরুদেব । কান সজাগ থাকলেও , আমার বাকি চারখানা ইন্দ্রিয় সজাগ থাকতেই  হবে । কখনও আবার  আরেকটা অতিরিক্ত ইন্দ্রিয়ের  প্রয়োজন হয় ! 
-তারপরে ...
-বনের ভূমিতে যে শুকনো পাতা  থাকে, সেই পাতায় পশুর পায়ের শব্দ ভাসতে থাকে নিঃশ্বাস বন্ধ করে শুনতে হয়। ওরা যতটা বিপদজনক , ততটাই হিংস্র ।
-ইন্দ্র অনুগামীরা , বনের হিংস্র পশুদের থেকেও আরও ভয়ানক , হিংস্র আর ধূর্ত । নিজেদের কার্য সিদ্ধির জন্য , যে কোন পথ অনুসরণ করতে পারে । দেবতাদের কাছে, জেতাটাই নীতি । ক্ষমতা ধরে রাখাটাই প্রভুর ধর্ম । নিজের নীতি ও ধর্মকে টিকিয়ে রাখবার জন্য যে পরিকল্পনা , তাকেই বলে রাজনীতি । 

শুক্রাচার্যের  কথা  শুনে , রাজা যযাতি হাসল । তিনি  মনে – মনে বলল -  এই সত্তর  বছর বয়সী   পুরোহিত , নিজের অভিজ্ঞতার  কথা  বলছে । 

তার মাথায় কোন  কেশের  উপস্থিতি নেই ।  নিজের বয়স কে  নিয়ন্ত্রণে  রাখবার জন্যই  মাথার আর গুম্ফের  মুণ্ডন  করিয়েছে । এই ধারণা   রাজা যযাতির  রয়েছে । গুরু শুক্রাচার্যের পড়নে  কালো  পোশাক ।  দুই  চোখ ভরা  চাপা আগুন , ছাই চাপা ,   যে  কোন  সময়ে লেলিহান   জিহ্বা  দাপিয়ে উঠবে !  যযাতি  বলল 
-আপনার  রাজনীতিতে   আগ্রহ  নেই  , নাকি দেবতাদের  রাজনীতির   ধরণ  পছন্দ  নয় ?
- রাজা , একটা  কথা জেনে রেখো , রাজনীতির  নির্দিষ্ট  কোন  ধরণ  হয়না  ।  সে জলের মতনই  অবয়বহীন । তাই বলে তাকে আবার  পরিণামহীন   ভাববার  ভুল  করাটা  মূর্খের   কাজ !  এত টুকু  জেনে  রেখো  , তুমি যেমন  ঘুঁটি   সাজাবে , তেমনই ফিরে আসবে ।  দেবতাদের  আমি  বিশ্বাস  করিনি , আর শেষ  জীবন  অব্দি  করব না ।  এই বিশ্বাসহীন  রাজনীতিটা  ওদিক   থেকেই এসেছে । রাক্ষসরা   বশ্য জাতি নয় । দেবতারা   প্রয়োজনে  বশ্যতার  অভিনয়  করেও  ,  প্রভুকে  খুন করতে  পারে ।
-আপনি  এতটাই  ভীত ! মাপ করবেন   গুরুদেব , এটাই তো  যুদ্ধের  সহজাত   চরিত্র । যেমন  ভাবেই হোক  শত্রুকে  নিশ্চিহ্ন করতে হবে । জয়   নিশ্চিত  করাটাই  যোদ্ধার একমাত্র লক্ষ্য , তাই নয়  কি ?
- অবশ্যই । ক্ষত্রিয়  যখন  যুদ্ধ করে , সে বিপক্ষকে  পরাজিত  করবে বলেই  করে । পুরোহিত  যজ্ঞ  করেন  সফলতার অভিলাষ নিয়েই । সব কিছুই  নির্দিষ্ট  নিয়ম মেনে চলে । এখানে আগেও  যুদ্ধ  হত । দেবতারা  যুদ্ধের  যে নীতি  আমদানি করেছে , তা  কাপুরুষতা । শত্রুর  দুর্বলতা   খুঁজে  নেওয়াটা  বুদ্ধিমানের কাজ , তাইবলে   সেই দুর্বলতাকে  ব্যবহার  করে  যুদ্ধ  ক্ষেত্রে  নামবার আগেই , তাকে  পঙ্গু  করে  ফেলা , এটা  নিতান্তই   কাপুরুষতা । দেবতারা  যুদ্ধে জয়ী  হওয়ার  জন্য  -সম্পর্কের  ছলনা  , নারী  ,   আশ্রয়ের  অভিনয় --  এই সব কিছুকে অস্ত্র  হিসেবে ব্যবহার করে ।
যযাতি  ভূমিতে  বসেছিল , দুই পা মুড়ে । সামনে নরম  গদির  উপর পদ্মাসনে  শুক্রাচার্য । হাত জোড়  করে   যযাতি  বলল – আপনি , অনুগ্রহ  করে  আমাকে বলুন ।   ইন্দ্র  আর তার অনুচরেরা  আপনার   প্রতি কেমন  ব্যবহার  করেছে । 
কিছুক্ষণ  চোখ  বন্ধ  করে  রইল । দুজনেই   গোপন  কক্ষে    আলোচনায়  বিভোর ।    যযাতি  নিজের অবর্তমানে , সিংহাসনে  যোগ্য  উত্তরাধিকারী  নির্বাচন  করবে । সেই আলোচনায়   নানাবিধ  দিক উঠে  এসেছে , এমনই  এক সময়  যখন  যযাতি  জানতে চাইল , শুক্রাচার্য  নিজের মেয়ের সন্তানদের  মধ্যেই  একজনকে  কেন নির্বাচন  করছেন না ? উত্তরে , অসুর  গুরু জানালেন , যুদ্ধে  রক্তের  সম্পর্ক  বলে কিছু হয়না। কথা হচ্ছে , বিপক্ষ  শিবিরে কে আছে ।  
এখন  দিনের মধ্যভাগ ।  যযাতি  বলল  , 
-সেখানে  যদি   নিজের জন থাকে তাহলে ?  
- সে ও  শত্রু   হবে  । 
-আপন  জনকে শত্রু  বলব ! এমনটা  বলা যায় ! 
-আমি তোমায়  আজ এমনই গল্প  বলব ।  একটি  অংশের  সাথে  আমি যুক্ত । বাকি অংশ টির সাথে দেবযানী ।
-দেবযানী  ?
-   হ্যাঁ  , তোমার  সহধর্মিণী  , আমার একমাত্র কন্যা    ।
- কেমন  ভাবে , আপনার এই কাহিনীর  সাথে দেবযানী  যুক্ত  আছে ! 
-  খুব ভাল  করে    বুঝতে  পারলে ,  দেখবে , এই কাহিনীতে  দেবযানীই  আছে ।   তার অবস্থান  আজও  জানা নেই ! 
-অবস্থান !
- সে  যে নিজের সামাজিক অবস্থান  পরিবর্তন  করতে চেয়েছিল । পেরেছে কি না জানা নেই । তার  প্রেম শুধুই নিষ্পাপ  আত্মত্যাগ , না সেই ত্যাগে নিজের কোন  গভীর  পরিকল্পনা আছে ! মানুষকে  চিনতে পারাটা বেশ শক্ত , তার মনে যে ধরণের  ওঠা –পড়া  চলে , তার সাথে  সে নিজেও পা মিলিয়ে চলতে পারেনা । তাই পর্যবেক্ষণ  করতে  হয় । দেবযানী  আমার কাছে এমন প্রজাপতি  , যার  পুড়তে  থাকা ডানা  দেখেও , করুণায়  উদ্বেলিত  হয়নি  আমার হৃদয় । বরং  বিশ্বাস  ঘাতকতার  গন্ধে নাক চাপা দিয়েছি ! সে নিজেই  নিজেকে অন্য পুরুষের  কাছে  আত্মসমর্পণ করেছিল । 
-দেবযানীর  জীবনে   প্রেমিক  হিসেবে  আমার  অবস্থানের  আগেও কি অন্য পুরুষের  আনাগোনা  ছিল !
-এটা  প্রশ্ন  হলে উত্তর  দিতাম হ্যাঁ । তোমার  কণ্ঠলালিত উচ্চারণে , শঙ্কার ছায়া ! এত বিস্ময়ের  কোন  কারণ  আছে ? দেবযানী  তোমার জীবনে একাধিক  মহিলার  উপস্থিতি  মেনে নিতে  পারলে , তুমি পারবে না  কেন ?  প্রেম মানে দখল নয় ।  যারা ভাবে আমি যাকে ভালোবাসি  , তাকে শুধুই আমি ভালবাসব ; তারা সত্যি  কথা  স্বীকার  করতে  চায় না । 


-কী  কথা ? 
- পৃথিবীতে  কোন নতুন  কাজ ছাড়া , একাই এক মাত্র কাজের  মালিক  হওয়া যায় না। ভালোবাসা  পুরানো  এক অনুভূতি । এই অনুভূতিতে  সামিল হওয়াটা স্বাভাবিক ।  আমি বলতে চাইছি ,   তুমি যেমন  একাধিক  ভাবে ভালোবাসার  অনুভূতিতে  ভেসে গিয়েছ , এখনো  চলেছ ।  দেবযানীও  ভেসেছে , এটাই  স্বাভাবিক । 
-তাহলে  আপনি তার উপর   বিশ্বাস  হারিয়েছেন  কেন ?
- তার এই ভালোবাসা  , আমার আর দেবতাদের  মাঝে  চলে এসেছে । দেবযানী  এমন এক অস্ত্র  , দু’ পক্ষই  যাকে ব্যবহার করতে আগ্রহী ।
-মানে ? 

 ২

রাতের অন্ধকারে ,  মাটির  পথের উপর  দিয়ে   ছুটে  আসছে এক যুবক ।    আঠারো  বসন্ত  ছুঁয়েছে তার যৌবন । দুই পাশে গভীর  বন । গভীর  তাদের  পত্র পল্লবের শিরা –উপশিরায়  জড়িয়ে থাকা অন্ধকার  । বন্য  জন্তুদের  স্বাধীন  উল্লাস  ধ্বনি , পাতায় – পাতায় ধ্বনিত  হয়ে , আকাশ ভারী  করে তুলেছে ।  সে ছুটছে । দস্যুদের  আক্রমণের  চিহ্ন  , তার সারা শরীর  জুড়ে ।  মাথা ফেটে  রক্ত   ধারা নামছে , ঘেমে গিয়েছে শরীর।  সে কিছুটা  দূর  গিয়ে দাঁড়িয়ে  থাকল ।  বুকের ভিতর  হৃদস্পন্দন  বেড়ে  গিয়েছে । 
সে   দু’ পা মুড়ে  বসে পড়ল ।  এখন  শীতকাল ।  আর চলতে পারছেনা । চোখে  দৃষ্টি ঝাপসা  হয়ে উঠছে  !  সেই প্রায় নিমেলিত , আর কাঁপতে   থাকা  চোখ  দিয়ে  , দূরে   ঝাপসা  কুয়াশার ভিতর  আশ্রম  দেখতে পাচ্ছে । আরেকটু  কষ্ট  করে নিজের  দেহটাকে  টানতে  - টানতে  নিয়ে চলেছে । 

আশ্রমের  মুখে এসে , শরীরের  অবশিষ্ট  শক্তি  দিয়ে ডাকল, - কেউ আছেন ? আমার প্রাণ  রক্ষা করুন । আমি পথিক ।  অরণ্যে  একাকী  ভ্রমণে  এসেছিলাম । দস্যুর  আক্রমণে  সব কিছু লুঠ  হয়ে  গিয়েছে । আমাকে প্রাণে  বাঁচান …… 

যখন   চোখ  খুলল ।  যুবকটি  নিজেকে নরম  পরিষ্কার  গদির  উপর  আবিষ্কার  করল! তার মনে আছে , চোখ  বুজে যাওয়ার আগে , কুয়াশার  ভিতর আশ্রম   দেখতে পেয়েছিল । তারপর  কিছুই মনে নেই ।  সে চারপাশে দেখল ।  ডানদিকে  মাথার কাছে , গম্ভীর  মুখে দাঁড়িয়ে  আছে বৃদ্ধ  পুরোহিত । তার পাশে একজন  বৈদ্য । ছেলেটি  পায়ের  দিকে চোখ  পড়তেই  দেখল  এক সুন্দরী , ফর্সা  যুবতী ।  চোখে উদ্বিগ্নতা । 
-আমি  এখানে ।
মেয়েটি  বলল –  তোমাকে  আমিই এখানে নিয়ে এসেছি । আশ্রমের  মুখেই  অজ্ঞান হয়ে ছিলে । তোমার  পরিচয়  দাও ।
-আমার নিজের কথা নিজের কিছুই মনে নেই ।  আপনারা কারা ?
-আমি দেবযানী । দৈত্য  গুরু  শুক্রাচার্যের কন্যা । ইনি আমার পিতা ।

  শুক্রাচার্যের  দিকে তাকিয়ে ,  ছেলেটি  দুর্বল  হাত জড়ো  করে বলল – আপনি ! 
-হ্যাঁ  আমিই  শুক্রাচার্য  । এটা আমারই  আশ্রম । তোমার  চোট  বেশ গভীর । ক্ষতও  রয়েছে । আমার বৈদ্য  চিকিৎসা  চালাচ্ছে ।  আশা রাখছি  একমাসের  মধেই   অবস্থার  পরিবর্তন  হবে । তুমি  বিশ্রাম নাও । 


শুক্রাচার্য  দেবযানীকে নিয়ে   ঘরের  বাইরে  এল ।  দেবযানী  বলল 
-পিতা  , আপনার কী  মনে হচ্ছে ?
-ছেলেটি  উচ্চ বংশজাত সে বিষয়ে  সন্দেহ  নেই  ।  তাকে সুস্থ  জীবনে ফিরিয়ে আনতে হলে , আমাদের  আশ্রম  জীবনের  সাথে   স্বাভাবিক  হতে হবে । দেবযানী  আমি চাই , তুমি তার পরিচর্যা করো । মনে রাখবে ,  সে তোমার  চেয়ে বয়সে ছোট । তাকে  কখনই  নিরাপত্তাহীনতায়  ভুগতে দেবে না ।   সে যেন দ্রুত সুস্থ  হয়ে ওঠে।

দেবযানী  মাথা নাড়ল ।

সময়  হাওয়ার মতন  নিজের গতি  নিয়েই  এগিয়ে চলে ।    দেখতে – দেখতে একমাসে , ছেলেটি  নিজেই আশ্রমের  খুব আপন হয়ে ওঠে ।  শুক্রাচার্যের  মনে তার 
প্রতি  দুর্বলতা   অনেক সময়  প্রকাশ পেয়েছে । মন নিজে কবেই বা , নিয়ন্ত্রণে  থেকেছে !   এই  অচেনা ছেলেটিকে  খুব আপন বলে মনে হয় । অবশ্য  যেমন  রুপ তেমনই গুন ।  কণ্ঠে  যে সুর তার ,  দেহের প্রতিটি  খাঁজে   নৃত্যের  মুদ্রা  ; অপ্সরাদের  কাছ থেকেই  যেন  নাচ শিখেছে  ! যে আশ্রম   যুদ্ধের  পরিবেশে  থমথমে  ছিল , কোকিলের  কণ্ঠ থেকেও    যুদ্ধ ক্ষেত্রের  রণ  হুঙ্কার বেশি আরাম দিত, সেই কানে ছেলেটির  সুর ভাসে ! প্রতি সকালে আশ্রমের  মহিলা  মহল  তার কাছে গান আর নাচের তালিম নেয় । 
দেবযানী  তাকে বলে দিয়েছে ,  আশ্রমের  জন্য  যে সময়  তাতে যেমন ,  সে ভাগ বসাবেনা । তেমনই   দেবযানীকে যখন  শেখাবে , তখন সেই সময়টুকু   শুধু তারই । 

 শুক্রাচার্য  কয়েকদিনের জন্য একান্ত সাধনার  উদ্দেশ্যে  আশ্রম ত্যাগ করল ।  সে দেবযানীকে  নিজের কক্ষে  ডাকল । 
দেবযানী  ধীরে  ঘরে প্রবেশ করল ।  বলল 
-আপনি  ডেকেছেন  পিতা ?
- হ্যাঁ  আমি কয়েকদিনের  জন্য  , আশ্রমের বাইরে যাচ্ছি । আমার অবর্তমানে  এই আশ্রমের  দায়িত্ব   যেহেতু  তোমার  হাতে , তাই  কিছু উপদেশ  দিচ্ছি । 
- আপনি  বলুন পিতা  । 
-আমি চাইব   , আমার অবর্তমানে    এখানে তুমি এক যোগ্য  নেত্রী  হিসেবে  , দক্ষ প্রশাসক  হিসেবে নিজের কাজ  করবে ।   দেবতারা যেন  কোন  ভাবেই বিঘ্ন না ঘটাতে  পারে , অসুরদের মধ্যে  সংযমতার  অভাব রয়েছে ।  আমার এখানে  উপস্থিতি না থাকা টা  ক্ষতি  হতে পারে ।
- আমি চেষ্টা  করব  , আপনার  সম্মান  রাখাবার ।
 শুক্রাচার্য  ,  দু’হাত দিয়ে  দেবযানীর  মাথা বুলিয়ে বলল – আমার তোমার  উপর বিশ্বাস  আছে ।

শুক্রাচার্য  নিজে  অরণ্যের  এই গোপন গুহায়    ধ্যানে মগ্ন । সে প্রতি  বছর  এই স্থানে  আসে । তার আসবার পিছনে অবশ্য অন্য কারণ  রয়েছে ।   এক গোপন  ও  রহস্যময়  অনুসন্ধান । এই গবেষণার  কথা একমাত্র  তার মেয়ে   দেবযানী  জানে ।   দশ দিনের  জন্য   শুক্রাচার্য    আসেন , নিজের   বিশ্বস্থ  অনুচরদের  নিয়ে ,  গবেষণায়  মত্ত   থাকে ।  অসুরেরা  ভাবে , গুরুদেব  গভীর  ধ্যানে  মগ্ন । 
আজ চতুর্থ  দিন  হয়ে গিয়েছে ।  বাইরে মৃদুমন্দ  ঝিরি  ঝিরি  বৃষ্টি    ঝরছে । গুহার  ভিতর  থেকে , ভিজতে থাকা অরণ্যকে  খুব বাধ্য  বলে মনে হয় । কোন দুরন্ত  শিশুকে  , মা পরম স্নেহে   স্নান করিয়ে দিচ্ছে   ! দেবযানীর  কথা মনে পড়ে যায় । মেয়েটা  এখন   একা – একা  আশ্রমে ।   যদিও  বা  তাকে রক্ষা  করবার  মতন  , সাহায্য  করবার  মতন  অনেকেই  আছে।  পিতার  চিন্তার   দায়িত্ব  তবু থেকেই  যায়! যতই   নিজেকে চিন্তামুক্ত   রাখবে   ভেবেছিল ,  তার দায়িত্ব  তাকে  শান্তিতে থাকতে দেয়না । অসুর  জাতির  উন্নতি , দেবতাদের   বিরুদ্ধে  সংগ্রাম  আর মেয়েটির  চিন্তা । দেবযানীর   বিয়ের বয়স  হয়ে গিয়েছে । তাদের  সমাজে নির্দিষ্ট  সময় সীমার  অনুশাসন  নেই ,  মেয়েরা  স্বাধীন । বাবা হিসেবে  সে নিজে এখন চাইছে এক সৎ   বংশে মেয়েকে বিয়ে দিতে । এই কথার  সাথে , নব্য  বালকের  মুখটা  ভেসে উঠল !  ছেলেটির  কণ্ঠ  বড়ই  মধুর !  শুনলেই   সব  ক্ষোভ  , হতাশা ,  বিদ্রোহ  --  মুছে যায় । একথা এই পৃথিবীতে  কেই বা অস্বীকার  করবে যুদ্ধে  অস্ত্রের   চেয়েও  কণ্ঠের  সুর বেশি  ক্ষমতারাখে , শত্রুকে  বশে রাখতে !   ছেলেটি নিজের  সংগীত ,  নৃত্য  আর   মিষ্টি ব্যবহার দিয়ে  --  শুক্রাচার্যের  মতন  আপাতত  নিরস  মানুষকেও  রসিক  করে  তুলেছে ! আশ্রমের   দিন গুলোর  কথা খুব মনে পড়ল । সে ভাবছে  , ফিরে গিয়ে    আবার আগের মতন ছেলেটির  গান শুনবে  ।

বাইরে বৃষ্টি  থেমে গিয়েছে ।  গাছের  পাতার উপর  অপেক্ষমাণ জল ধারা , ভূমি  চুম্বনে পীড়িত !   শুক্রাচার্য  গোপন   গুহাকক্ষে  যাবে ।  সামনের  পথ ধরে  অরণ্যে  যেতে হবে । তারপর  , অরণ্যের মাঝে জলাশয়ের   তলায়  , সেই কক্ষ  । এখানেই তাঁর  গোপন   গবেষণাটি  অত্যন্ত   যত্নে লালিত হচ্ছে । এখানকার হদিশ  দেবতারাও  পায়নি । এত দিনের যুদ্ধে  দেবতারা পরাজয়ের  গ্লানিতে ডুবেছে , কেননা শুক্রাচার্যের  এই  অদ্ভুত  রসায়ন  বিজ্ঞানের  খোঁজ  তারা পায়নি ! 

শুক্রাচার্য হেঁটে  চলেছে । সদ্য  ভিজে  থাকা  অরণ্যচারী  বনস্পতির   পাতায়  পা ঘষে গেলেও , শব্দ হয়না । এই অভয় অরণ্য   সে নিজের হাতে প্রতিষ্ঠা  করেছে । দেবতারা বহুবার  দখল করতে চেয়েছিল ।  অসুরদের প্রতিরোধে  তারা ব্যর্থ । পরিবেশের   ভারসাম্য রক্ষা করবার জন্য  , পশু , পাখি , সরীসৃপ , পতঙ্গদের  সংরক্ষণ  করতে হবে  ।   এখানে পশু  - পাখি শিকার  নিষিদ্ধ । প্রতি মাসে  সে নিজে আসে  , গবেষণার  জন্য  ।  এই  গবেষনা এতটাই  রহস্যময় আর গোপন যে , রাজা বৃষপর্বা  , আর দেবযানী ছাড়া কেউ জানেনা ।    এই গোপন  গুহায় শুক্রাচার্যের  অবর্তমানে  তাঁর কয়েকজন  অনুচর পাহারা  দেয় ।  

জলাশয়ের  কাছে আসতেই , শুক্রাচার্য  চমকে উঠল !  আরে সামনে অর্ধমৃত  এক মানুষ ! এখনো  প্রাণ  অবশিষ্ট আছে হয়ত !  উপুড়   হয়ে , মাটিতে  মুখ গুঁজে শুয়ে আছে । এই দুর্ভেদ্য  অভয় অরণ্যে ,   জলাশয়ের  কাছে  , এমন অবস্থায়  কেন ? সে  দেহটির  পাশে এসে বসল , হাত দিয়ে মুখটি দেখতেই , শুক্রাচার্যের   গোটা  শরীরে  বিদ্যুৎ  খেলে গেল ! সামনে যে আছে , ঠিক  বিশ্বাস  হচ্ছে না ।  আশ্রমে থাকা  সেই যুবকটি ।

সে এমন অবস্থায়  কেন  ? এই অভয় অরন্যে  প্রবেশের   সঠিক  পথ আছে , কাছের মানুষ ছাড়া কেউ জানেনা  । এই  ছেলেটি  সেই পথ দিয়ে  , জলাশয়ের  নিকট  পৌঁছে   গিয়েছে ! এই  রহস্যের সমাধান চাই ।  তার  আগে গোপন  গুহা কক্ষে নিয়ে যেতে হবে । চিকিৎসা  করতে হবে । নতুবা বাঁচানো   যাবে না ।                                                    
                                                 


-তাঁর মানে তোমার  নাম  কচ , তুমি দেব গুরু  বৃহস্পতির  পুত্র ! 
-আপনি তিন দিন তিন রাত যে সেবা  দিয়েছেন । আদর দিয়েছেন । তারই  আশ্রয়ে  রক্ষা পেয়েছে  আমার এই তুচ্ছ প্রাণ । আমি আপনার দাস ।
-রাক্ষস জাতি আর তোমাদের  দেবতাদের মধ্যে এখানেই পার্থক্য । খুব সহজেই কর্তব্যের    হোম কে নিজের উদারতার বীরত্ব বলে প্রচার করতে থাকো । সেই    বীরত্বের   জোরেই  মানুষকে দাস বানিয়েছ ! কোন    মুমূর্ষ  রুগীকে  প্রাণে বাঁচানো আমার কর্তব্য । নিজের কাজ , দায়িত্ব সম্বন্ধে  আমি সজাগ । তাই এতটুকু  ভেবে 
দেখবে , তোমাকে বাঁচিয়েছি  মরণাপন্ন  রুগী   হিসেবে । হত্যা করব শত্রু  পক্ষের  গুপ্তচর হিসেবে ।  এখানে তোমাকে হত্যা করে গুম করে দেব , কেউ জানতেও পারবেনা ।
শুক্রাচার্যের  মুখ , সূর্যের  আগুনে  তেতে থাকা সকালের মতন ।  সেই তাপ কচের  হৃদয়ে  শঙ্কা  আর ভয়ের  উদ্বেগ   করছে  । মাত্র  উনিশটি  বসন্ত পেরিয়েছে । আগের দিনই , আঠারো  ছাড়িয়ে  উনিশে পা ।  সে জানেনা আগামি  মুহূর্ত  তার জন্য কিছু উপহার আনবে নাকি ? কেননা অসুরের  বিপক্ষ শিবিরের  গুপ্তচরকে  ছেড়ে দেয় না । তাদের কাছে প্রাণ  ভিক্ষা করেও  লাভ নেই । তাছাড়া  ,  সে যে গুপ্তচর  এই কথা  অনেক আগেই দেবযানী  জেনেছে ।   শুক্রাচার্যের  আশ্রম  ত্যাগের  পরেই , কচ পিছু নিয়েছিল ।  অভয় অরণ্যে  প্রবেশের  মুখেই  ,  প্রহরারত  অসুরদের    চোখে  পড়ে যায় । তারা কচকে মেরে ফেলেছে , এমন ভুল  বশতই  এই জলাশয়ের  কাছে ফেলে দিয়ে গিয়েছে । এখানে কুমির আছে ।  সে অতি যত্নে  মৃত  মানুষের   মাংস  খেত । সেই সময়ই শুক্রাচার্য  আসে ।  উদ্ধার  করে । 
কচ জানে কুমিরের  হাতে , অসুরের হাতে  প্রাণ  না গেলেও । শুক্রাচার্যের  কাছ থেকে বেঁচে  পালানোর  কোন  সম্ভাবনা নেই । 
-কী  ভাবছ ?
 গম্ভীর গলায়  , হুঁশ ফিরল ।  কচ বলল 
-আমি আপনাদের ক্ষতি করতে আসিনি ।
- আমার  গবেষণার  পদ্ধতি   চুরি  করবার কাজ টিকে  ক্ষতি বলা যায় না , তাই তো ?
- ঠিক , তা  বলতে চাইনি ।
- আচ্ছা কচ । তুমি   জানও আমার এই গবেষণা  কিসের জন্য ।
-অমরত্ব  দেওয়া  ওষুধ  । স্বর্গে  আমরা  এই নিয়ে  খুব  আতঙ্ক  গ্রস্থ । যুদ্ধে আপনার ওষুধ ,  মৃত   অসুরদের  পুনরায় জীবিত  করে ।
-হাঃ  হাঃ হাঃ ......

 শুক্রাচার্যের  প্রবল হাসির ধ্বনিতে , মনে হচ্ছে গুহাটাই  না ফেটে যায় !   থেমে বলল
-পুত্র ,  তোমরা  দেবতারা মূর্খ   । চিরটাকাল রাক্ষস জাতির জ্ঞান চুরি করে , তাদের দাস  বানিয়ে  রাখতে চাও ।   দেহ থেকে প্রাণ  চলে গেলে , পুনরায়  প্রাণ  প্রতিষ্ঠা  সম্ভব  নয় । আমার ওষুধ   প্রায় মরণাপন্ন  মানুষের   দেহে  এমন  উত্তেজনা  সৃষ্টি  করে , যাতে সে  বেঁচে  ফেরে । শুধু তাই নয়  এই ওষুধ  সেবনে দিন – রাত নেশাচ্ছন্ন  হয়ে সৈনিকরা যুদ্ধ করতে থাকবে ।  তারা ক্লান্ত হবে , ক্ষুধার্ত  হবে , তাও যুদ্ধ  করবে।  বলতে পারো , যুদ্ধে তাদের  সংগ্রহে  খাদ্য রশদ না থাকলেও , আমার ওষুধ  সেবনে  যোদ্ধারা  না থেমে যুদ্ধ করে যাবে ।  এই ওষুধ  পরবর্তী সময়ে হয়ত  পৃথিবীর  মানুষ ব্যবহার করবে ।  আপাতত   দেবতাদের  হাত  থেকে বাঁচাতে  হবে । তোমাকে  আমি এই সব বললাম  কেননা , আমি এখনই  হত্যা করব । আমি বিশ্বাস  ঘাতকটা সহ্য করতে পারিনা ।
- হে গুরুবর , আপনি আমাকে হত্যা করুন ।  অনুগ্রহ করে  বিশ্বাস  ঘাতক বলবেন না। 
-কেন বলব না ! আমার আশ্রমে আশ্রয়ে  থেকে আমাকে আর আমার মেয়েকে প্রতারণা  করেছ ।
- হে বিপ্র , আমি আপনাকে  নিজের পরিচয়  সম্পর্কে অন্ধকারে  রেখেছি , এই কথা ঠিক  । তবে  দেবযানী  সব জানে ।
-কী  জানে ?
- আমার পরিচয় ।
-মানে ? কচ নিঃসঙ্কোচ  হয়ে আমায় বলও । 
-আমি জানি  মৃত্যু , গুহার ভিতরেই অপেক্ষমাণ  । যদিও  আপনার হাত থেকে আমি রেহাই পাব না। আপনি ছেড়ে দিলেও  অসুররা  আমায় মেরে ফেলবে । তাই যে মারাই  যাবে ,  তার সত্যি  বলতে  আপত্তি কিসের ? আমার হুঁশ  আসবার   দিন দশেকের  মধ্যেই , এক নির্জন স্থানে  দেবযানী  আমাকে আর দেবতাদের  অনুচরদের দেখে ফেলে ! সে  একদিন প্রশ্ন করল । আমার পরিচয়  জানতে চাইল ।  আমি জানতাম , নিজেকে লুকিয়ে লাভ নেই ।  আমার  কাজে আমি সফল হব না। দেবযানীকে  বললাম ,সেই দিন রাত্রি বেলা নিজের লোকেদের  দ্বারাই আমি আক্রান্ত হয়েছি ।  আশ্রমে আশ্রয়ের  প্রধান কারণ  , আপনাদের   গোপন  ঔষধ  তৈরি  করবার পদ্ধতিটি   চুরি করা । দেবযানী  আমার কথা মন দিয়ে শুনল ।  তাঁর  চোখে  আমি  কোন আলাদা অভিব্যাক্তি  খুঁজে পেলাম না । সে শুধু আমাকে   এতটুকু আশ্বস্ত   করল আমার  নিরাপত্তার দায়িত্ব  নেবে ।   শুধু তাই নয়  , সে আমাকে অভয় অরণ্যের  পথ বলে দেবে ।  আমার কাজ হবে , আপনার পিছু নিয়ে গোপন  গুহা কক্ষের  ভিতরে   ঢুকে পড়া । ভাগ্যের  পরিহাস দেখুন ,  সব কিছু পরিকল্পনা মাফিক  এগিয়ে থাকলেও , আজ শেষ অব্দি পরাজয় হল ! 

শুক্রাচার্য মুণ্ডিত মাথায় হাত দিয়ে বসে রইল , চোখ বন্ধ করে । কচ দেখছে , বৃদ্ধের  দু’চোখ  বেয়ে জলধারা   নামছে । এমন   বুদ্ধিমান , বীর ব্রাক্ষ্মণকে খুব অসহায় মনে  হল । মুহূর্তে  সে যেন ভেঙে গিয়েছে ।  ইন্দ্রের  বজ্রাঘাত সহ্য  করলেও , নিজের মেয়ের এই বিশ্বাসঘাতকতা  মানতে পারছে না। 

-আপনি বিশ্বাস  করুন , দেবযানী  চেয়েছিল  দেবতা আর অসুরদের  মধ্যে বিরোধ  মিটুক ।  তাই হয়ত  , আমাকে   এই বিরোধের  উৎস কেন্দ্রে   পৌঁছিয়ে  দিয়েছে  ! 

ধীরে – ধীরে শুক্রাচার্য  মাথা তুলল , মৃদু  হেসে বলল 
-ভালো  উপায়   বলেছ ,    শান্তি  প্রস্তাবে  সম্মত   না হয়ে , নিজের হাতের অস্ত্র  শত্রুর  হাতে তুলে  দিয়ে বলব ,  যুদ্ধ   চাইনা । এটাকে  কাপুরুষতা বলে । আমি রাক্ষস জাতিকে সন্ধির  পথ দেখাতে পারি , আত্মসমর্পণের  নয় । 
-আপনি উত্তেজিত হয়ে পড়ছেন । আমি বলছি  , দেবতাদের থেকে আপনাদের  ভয় নেই ।
- ভয়  ! ! ওরা  অন্যের সম্পদ  দখল করবে । ওরা অন্যকে বশ করবে । ওদের  ও ঔপনিবেশিক    সাম্রাজ্যবাদ  মানসিকতার   বিরুদ্ধেই আমার লড়াই । আজীবন । আমি শেষ  জীবন  পর্যন্ত  লড়বই ।  আমার  চিতার  আগুনেও  দেব বিরোধীতা র উত্তাপ । এত  সহজে  আমি  হারতে রাজি নই । 

কচের ফর্সা মুখ আশঙ্কার  ঘামে ভিজে গিয়েছে । সে জানে এখান থেকে বেঁচে ফেরা সম্ভব নয় ।   তার দিকে তাকিয়ে শুক্রাচার্য  বলল 
-মৃত্যু  জীবনের  চেয়েও দামী  ।   এত সহজে  মুক্তি পাওয়া যাবেনা । আমার মেয়েকে আমার বিরুদ্ধে ব্যবহার করেছ । এতে আমি তোমার  দশ দোষ দেখিনা । তুমি তোমার  পরিচয়  আশ্রয়দাতাকে   দিয়েছিলে । তুমি বিশ্বাস  ঘাতক  নও । আমার মেয়ে যাকে  আমি  সবচেয়ে বেশি বিশ্বাস  করেছিলাম , সেই  বেইমানী  করেছে ! মৃত্যু  দণ্ড  তোমার প্রাপ্য  নয়  কচ ,  দেবযানীর  প্রাপ্য । 
- আপনি দেবযানীকে  হত্যা করবেন  না ।
- এটা ঠিক  আমি ওর উপর  রেগে আছি । এটাও  ঠিক  দেবযানী  বিশ্বাস  ঘাতক । আবার এটাও  ঠিক  আমার  অন্ধ স্নেহ  , আমাকে  চরম  পথ নিতে বাধা দিচ্ছে ! 
-আমি দেবযানীর  প্রতি চিন্তিত ।
-ভালোবাসো ?
- দেখুন  , ভালোবাসা  এক স্বতঃপ্রণোদিত  অনুভূতি । এটা   এমন আবেগ , যা না চাইলেও  সৃষ্টি  হতেই পারে । আমার মনে দেবযানীর  প্রতি তেমনই  অনুরাগ জন্মেছে। আপনার কাছে  আমার স্বীকার  করতে অসুবিধা নেই , আমরা আপনার অবর্তমানে  , ওঁর ঋতুকালীন  নিরাপদ দিন গুলোতে মিলিত হতাম ।  মেয়েদের  রজঃস্রোতের  গন্ধের  সাথে  , সেই প্রথম আমায়  পরিচয়  করায় । তাঁর ঠোঁটে  আমি  গরম জলে  ফুটন্ত  আপেলের  স্বাদ পেয়েছি ।  আমাকে নেশায় আচ্ছাদিত করেছিল ! আমার  পীঠে  দেবযানীর  নখের  আঁচড়  আছে ,  দেওয়ালে চিত্রিত  মানচিত্রের মতনই   শোভা পাচ্ছে  ! এত কিছু নিয়েও বলব , আমি দেবযানীকে  বিবাহ করতে সম্মত নই । আমাদের দেহ  মিলিত হয়েছিল ,  অনেক আনন্দ মুহূর্ত  একসাথে কাটিয়েছি । আমি তাকে এক কণাও   ভালবাসতে পারিনি ! এই অপরাধ আমার । 
-অপরাধ !
-পৃথিবীতে  ভালবাসতে  না পারাটা  অপরাধের । দেবযানীর  সাথে মিশতে – মিশতে  এতটুকু  বুঝে গিয়েছি , যুদ্ধ  মানুষের  মন থেকে কখনই  ভালোবাসার  অনুভূতিকে  মুছে দিতে পারেনা ।  আমরা কখনই  ভালবাসাকে ভুলতে পারব না , যা চেষ্টা করছি  , তা হচ্ছে    নিজের আবেগকে অস্বীকার  করা ।  
-তুমি তো দেবযানী কে ভালোবাসো  না ।   ওকে নিয়ে অত চিন্তিত কেন ?
-চিন্তা ভালোবাসার  অনেক গুলো উপসর্গের  মধ্যে একটি , তবে সেটাই  একমাত্র  নয়।  বিয়ে আমাদের মধ্যে সম্ভব  নয় , কোন  সামাজিক  সম্পর্কও  সম্ভব  নয় । 
- এর কারণ , দেবযানী  তোমার  থেকে বয়সে বড়  , তাই ? 
-আপনি ভালোভাবে জানেন ,  বয়সে বড়  মহিলাকে  পত্নী হিসেবে  গ্রহণ করবার  রীতি   এখনো  আর্য ভূমিতে  প্রচলিত নয় । আমি  দেবতাদের  বিরুদ্ধে  গিয়ে এমন কাজ করতে পারব না । আমার  সাহস নেই । দেবতারা  বিবাহ ব্যাপারটিকে  খুব  গুরুত্ব  দিয়ে দেখে । 
-একজন  বয়স্ক  মহিলার  সাথে সম্পর্কে  জড়াতে  পারো , তার  অনুভূতিকে ব্যবহার করে নিজেদের কার্য উদ্ধার  করতে পারো ।  তাকে  সমাজের বিপক্ষে গিয়ে  স্বীকৃতি  দেওয়ার সাহস নেই  ! এই তোমাদের বীরত্ব ? যুদ্ধ  ক্ষেত্রে  যে যুদ্ধ চলে , তা একদিন থেমে যাবেই । রণভূমিতে   রক্তের  দাগ শুকিয়ে যায় । সমাজে চিরটাকাল ধরে  , প্রচলিত   স্রোতের  বিপক্ষে লড়তে  গিয়েও ,রক্ত ঝরছে । সেই দাগ শুকাবেনা । তুমি  এতটাই  কাপুরুষ  ,   দীর্ঘ   সময়ের  যুদ্ধকে ভয় পাচ্ছ ।  কচ  , যে মেয়ে তোমাকে  ভালোবেসে  , নিজের এত বছরের  স্নেহ আর নিরাপত্তার   সম্পর্ককে  বাজি রাখল, তাকে এই সম্মান দিলে ! দেবতাদের  পক্ষেই  সম্ভব ।
-আপনি ঠিক  বলছেন ।  বিপ্র  আমার দিকটিও  ভাবুন । আমি  দেবযানীকে  ভালোবাসি, সে ভালোবাসা  স্বার্থহীন নয় ।  পৃথিবীতে  কোন  ভালোবাসাই  স্বার্থ  ছাড়া  হয়না । দেবযানী  আর আমার ভালোবাসার  মাঝখানে  যে স্বার্থ আছে , তা যুদ্ধের রণভূমিতেই  সীমাবদ্ধ । যদি  মানসিক  স্বার্থ  জড়িত  থাকত আমি  অবশ্যই  সমাজের বিরুদ্ধে গিয়ে লড়াই  করতাম । 
-তোমার প্রতি   ভালোবাসা  মানসিক  স্বার্থযুক্ত । এইরকম  অনুভূতিকেও  স্বার্থহীন  প্রেম বলে । তুমি এখনো নিজেকে দোষী  বলবে না ? 
-আমি দোষ করেছি গুরুদেব । আপনি ঠিক বলেছেন । আমরা কেউ ই কি  নিজেদের দোষ  অস্বীকার  করতে পারি ?
-মানে ? 
-আপনি দেবযানীকে পিতার নিরাপত্তা  দিয়েছেন ।  শিক্ষা দিয়েছেন । তার সাথে কখনোই  বন্ধুর মতন মেশেননি ।  নিজের ব্যক্তিগত   রেষারেষি আর যুদ্ধ কেন   দেবযানীর জীবনে কঠোর  অনুশাসনের   শৃঙ্খলে চাপিয়ে দিলেন ! সেই সময় যদি নিজের মেয়ের  মনের কথা জানতে চাইতেন । আপনার কাছে সে বলত । আমার মতন অচেনা এক  যুবকের  কাছে , শুধু  একাকীত্ব  ভুলবার জন্য  আসতে হত না। আপনি জানেন না , দেবযানীকে  নাচ – গান শেখাতে গিয়ে আমি বুঝেছি  , সে অসহায় । বড্ড  একা । তাহলে দৈত্য  গুরু শুক্রাচার্য , নিজের  দায়িত্ব  পালন করেন নি । তাই দেবযানীর  এই অবস্থার জন্য  , আমাকে এই  পর্যায়ে  পৌঁছানোর  জন্য  , নিজের  দোষটি  অস্বীকার  করবেন  না , আশা করি । আপনি জ্ঞানী  , বেদজ্ঞ , ন্যায়পরায়ণ ,  আর সহনশীল । আমি জানি আপনি সত্যিকে অস্বীকার  করেন না। 

দু’জনেই   চুপ করে থাকল ।  কচ  মাথা নিচু  করে আছে । শুক্রাচার্য  বলল 
-আমি আশা রাখছি  , তুমি দেবযানীর সামনে   নিজের অপারগতা  স্বীকার  করবে । আমি তোমায়  প্রাণ ভিক্ষা দিলাম । দেবতাদের  বলে দিও , অসুর  গুরু  শুক্রাচার্য  কোন  ভাবেই  দেবতাদের  বশ্যতা  মেনে নেবে না।



এখন  সন্ধ্যা । কিছুক্ষণ  আগেই দাসী  কক্ষে  আলোদানি   দিয়ে গিয়েছে । সেই আলোয় , কক্ষটি   সেজে উঠেছে !  যযাতি  নিজের শয়ন  কক্ষের  ভিতর , নরম গদির  উপর চিত  হয়ে শুয়ে, কপালে এক হাত রেখেছে , আরেক হাত চোখের  উপর  রেখে , শুক্রাচার্যের  কাছ থেকে শুনে নেওয়া  গল্প  গুলো ভাবছে । আজ সারাদিন সে শুক্রাচার্যের  কাছে ছিল। দেবযানীর প্রাক্তন প্রেমের  কথাও  সে জেনে গিয়েছে । এতক্ষণে বুঝতে অসুবিধা হল না , শুক্রাচার্য  নিজে থেকেই  শর্মিষ্ঠাকে যযাতির সংসারে পাঠিয়েছিল , দেবযানীকে  নজরে  রাখবার জন্য । এক সময়  নিজের মেয়েকে  গোপনে  হত্যাও  করতে চেয়েছিল ।  দেবযানী  বিপদজনক  , এই মুহূর্তে  অসুরদের জন্য । আমৃত্যু  পর্যন্ত  , দেবযানী  দোষী ।

কচ  বুঝতে পেরেছে  , শুক্রাচার্য   ছোটবেলা থেকেই দেবযানীকে  যথেষ্ট  স্নেহে লালিত করেছে , কন্যার  সাথে  যে বয়সে বন্ধুত্ব হয়ে উঠতে হয় , সে ছিল  রুক্ষ    কর্তব্যপরায়ণ  পিতা । দেবতাদের  বিরুদ্ধে  যুদ্ধ করতে গিয়ে  , তাঁর  জীবনের  অর্ধেক  অনুভূতি  নষ্ট  হয়ে গিয়েছে । এই সুযোগের  ব্যবহার  করে ফেলল  কচ ! দেবযানী  তাকে সব কিছু দিয়েই ভালোবেসে ছিল , অথচ সে হয়ত  দেবযানীকে পুরোপুরি  ভালবাসতে পারেনি! দেবতাদের  কাছেও  সে বিপদ জনক ।

যযাতি ভাবল , কিন্তু  আজকের  পরেও  কি   সে   দেবযানীকে আগের মতন বিশ্বাস  করতে পারবে ? সে নিজে একাধিক নারী  সঙ্গে  অভ্যস্থ  হলেও , দেবযানীর  একজন পুরুষের কাছে আত্মসমর্পণ  মেনে নিতে পারছে না ।পারবেও না ।

কচ , শুক্রাচার্য , যযাতি  -- নিজেদের  দায়ী  করল  না। তারা নিজেদের অক্ষমতাকে  স্বাভাবিক  ভাবেই   মেনে নিয়েছে , যুদ্ধরীতি  বা জীবন  রীতির  দোহাই  দিয়ে ।  শুধু দেবযানীই   ভারতীয়  সমাজে বিশ্বাসের যোগ্য  নয় । তার দোষ  অনেক ।

সে ভালবেসেছে , একাকীত্ব  থেকে মুক্তির পথ খুঁজেছে ,  নিজের  অবস্থানের  জন্য পরিণামের  চিন্তা না করে নির্ভরযোগ্য  যোদ্ধা  হয়েছে । 



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.