ওরা
ওরা,
যে যা পারে করুক
ইতিহাস বা ভূগোল
যার যা ইচ্ছা পড়ুক।
ওরা,
নিজের ইচ্ছায় লড়ুক
সমান্তরাল পথ
জীবন ভাঙা কিম্বা গড়ুক।
ওরা,
মিথ্যে কিম্বা খাঁটি
আকাশ জমি মিছে
চায় পায়ের তলায় মাটি।
ওরা,
স্বপ্ন দেখে রোজ
দিন-রাত্তির শেষে
করে সেই স্বপ্নের খোঁজ।
ওদের,
মন্দ বলে লোকে
ভাবলেশ হীন চোখ
জল আসেনা শোকে।
ওদের,
আধবেলা রোজগার
নুন পান্তা যোগে
বাঁধে খড় কুটো সংসার।
ওদের,
হৃদয় ভাঙা মন
মরীচিকায় গড়া
এক অসমাপ্ত জীবন।।
ওরা,
যে যা পারে করুক
ইতিহাস বা ভূগোল
যার যা ইচ্ছা পড়ুক।
ওরা,
নিজের ইচ্ছায় লড়ুক
সমান্তরাল পথ
জীবন ভাঙা কিম্বা গড়ুক।
ওরা,
মিথ্যে কিম্বা খাঁটি
আকাশ জমি মিছে
চায় পায়ের তলায় মাটি।
ওরা,
স্বপ্ন দেখে রোজ
দিন-রাত্তির শেষে
করে সেই স্বপ্নের খোঁজ।
ওদের,
মন্দ বলে লোকে
ভাবলেশ হীন চোখ
জল আসেনা শোকে।
ওদের,
আধবেলা রোজগার
নুন পান্তা যোগে
বাঁধে খড় কুটো সংসার।
ওদের,
হৃদয় ভাঙা মন
মরীচিকায় গড়া
এক অসমাপ্ত জীবন।।
সুচিন্তিত মতামত দিন