কৌশিক চক্রবর্ত্তী

কৌশিক চক্রবর্ত্তী
  শাস্তি  

গভীরতা বাড়ছে সমুদ্রের
অনিঃশেষ তলদেশে মাছেরা রঙ বদলাচ্ছে অহরহ-
এখনো ক্ষুদ্রমাছের চোখে উপকূলের মাটি,
কখনো সমস্ত অপরাধের দোহাই দিচ্ছে
স্থলজ ডুবুরীর ইজারাকৃত বাস্পনল-
ঘিরছে শহর এক... নির্মাণে
দরজার ভিত শক্ত করছে ক্রমশ ফিকে হবার ইচ্ছে
ভয়ানক শাস্তি দিচ্ছে অসহিষ্ণু মাছেরা-

এ সমস্ত ক্ষয়ক্ষতি আজ প্রেমিকার বুকে
খুব স্পষ্ট ধরে রাখে নিরীহ বিউগল, সঙ্গে ফাঁসীর শব্দ,
কোথাও গজিয়ে ওঠে আরো কিছু নৌ-মহড়া ঘাঁটি... তলদেশ নিরূপণে-
প্রেমের শহর জুড়ে ঘর বাঁধে ধর্ষিতা মাছ... যৌথখামার...

এখনো সাবালক হয়নি সৈকত,
প্রবর নগ্নতা ঢেকে রাখতে ছড়িয়ে রাখে ধর্ষণজাত বালি...
তবু কেউ শরীরের লোভে চেটে যায় শামুকের খোল
অবশেষে যৌবন ধরতে শেখে সমুদ্রঢেউ...

আজ তারা সৈকতকে লোভের শাস্তি শোনাতেও জানে।




একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.