কৌশিক গাঙ্গুলি
"লজ্জা "
যারা শিশুদের ধর্ষণ করে , ডাইনি অপবাদ দিয়ে অসহায়াদের পুড়িয়ে মারে ,
তাদের কথা শুনতে আমার লজ্জা করে ।
যে সমস্ত নারীরা সংসার ভাঙে , বিষিয়ে দেয় মানুষের মন ,
তাদের কথা ভাবতেও আমার লজ্জা লাগে ।
যে সব পুরুষরা স্বার্থের জন্য বিবেককে ত্যাগ করে ,
তাদের চোখে দেখতেও আমার লজ্জা হয় ।
যে সমস্ত নেতারা টাকার জন্যে দেশকে বিক্রি করে ,
মিথ্যা প্রতিশ্রুতির তুফান তোলে ,
তাদের নাম উচ্চারণেও আমার লজ্জা লাগে ।
যারা ধর্ম ও জাত নিয়ে মারামারি , খুনোখুনি করে ,
তাদেরকে মানুষ বলে ভাবতেও আমার লজ্জা করে ? লজ্জা !
এসব মেনে নিতেও আমার লজ্জা লাগে , খুব লজ্জা .... ।
যারা শিশুদের ধর্ষণ করে , ডাইনি অপবাদ দিয়ে অসহায়াদের পুড়িয়ে মারে ,
তাদের কথা শুনতে আমার লজ্জা করে ।
যে সমস্ত নারীরা সংসার ভাঙে , বিষিয়ে দেয় মানুষের মন ,
তাদের কথা ভাবতেও আমার লজ্জা লাগে ।
যে সব পুরুষরা স্বার্থের জন্য বিবেককে ত্যাগ করে ,
তাদের চোখে দেখতেও আমার লজ্জা হয় ।
যে সমস্ত নেতারা টাকার জন্যে দেশকে বিক্রি করে ,
মিথ্যা প্রতিশ্রুতির তুফান তোলে ,
তাদের নাম উচ্চারণেও আমার লজ্জা লাগে ।
যারা ধর্ম ও জাত নিয়ে মারামারি , খুনোখুনি করে ,
তাদেরকে মানুষ বলে ভাবতেও আমার লজ্জা করে ? লজ্জা !
এসব মেনে নিতেও আমার লজ্জা লাগে , খুব লজ্জা .... ।
কোন মন্তব্য নেই:
সুচিন্তিত মতামত দিন