সভ্যতা কাঁপছে আদিম জ্বরে
লিঙ্গগুলি চকচক করে উঠছে
সভ্যতা কাঁপছে আদিম জ্বরে
সবাই মুখ ঢেকে আছে
দিনের অন্ধকারে
ধর্ম গাইছে ধর্ষণের গান
রাজনীতি উলঙ্গ হচ্ছে
ভেঙে পড়া বিবেকের আমন্ত্রণ
সকলের বন্ধু আজ অপমান
দংশন উন্মুখ ফণাগুলি
শিস্ দেয়, বিষ দেয়
ঘোর অভিভবে ডুবে যায়
আগামীর উদ্দামগুলি
কোন মন্তব্য নেই:
সুচিন্তিত মতামত দিন