সোমনাথ গুহ
সময় থাকে না
দশটা পাঁচটার হিসেব ঝোলে বাসের দরজায়
দেয়ালে ঘুমায় ছুটির তালিকা হা করে
নিজেকেই নিজে খুঁজতে হয় কাগজেকলমে
তুমি হেলায় করে উড়িয়ে দিয়ো না কথা।
ভাঙতে ভাঙতে এভাবেই ঘুম আসে আবার
সকালবেলা সকাল হয় না দেখা
অনেক রাতে ঘুম ভেঙে যায় যখন
দম দেবার বদলে দেখি মগজের চাষাবাদ।
সময় ফুরিয়ে আসে পাতার ওজনে
দেখা হয় না তাই আর পুরনো রাস্তারলোক
শীতের সন্ধ্যে দেয় অলসতা মোড়া দূরত্ব
দাঁড়িয়ে কথা বলেছি আমি, হয় না আর এখন।
দশটা পাঁচটার হিসেব ঝোলে বাসের দরজায়
দেয়ালে ঘুমায় ছুটির তালিকা হা করে
নিজেকেই নিজে খুঁজতে হয় কাগজেকলমে
তুমি হেলায় করে উড়িয়ে দিয়ো না কথা।
ভাঙতে ভাঙতে এভাবেই ঘুম আসে আবার
সকালবেলা সকাল হয় না দেখা
অনেক রাতে ঘুম ভেঙে যায় যখন
দম দেবার বদলে দেখি মগজের চাষাবাদ।
সময় ফুরিয়ে আসে পাতার ওজনে
দেখা হয় না তাই আর পুরনো রাস্তারলোক
শীতের সন্ধ্যে দেয় অলসতা মোড়া দূরত্ব
দাঁড়িয়ে কথা বলেছি আমি, হয় না আর এখন।
কোন মন্তব্য নেই:
সুচিন্তিত মতামত দিন