গুলিক
ওই ধর্মরাজতলার নীচে দাঁড়ালে,
ইতিহাস, প্রত্নলিপির হয়
ফ্ল্যাশব্যাক...
বাপঠাকুরদার পদছাপ-ভেজা -
একটা চাতাল --- রোমন্থনে
পিছুটানে...
হারানো শৈশব ---
খেলা করে গুঁটিগুঁটি ---
দান এলে...
কেন জানি না!
বটপাতার মুকুট পরলেই --
আপু আমার হাত ধরে,
নরম সূর্য পাটে গেলে
বেড়ি পরে পায়ে...
ভেঁপুর মতো শৈশব বাজে--
প্রতি --(বট)ঝুরি বা নামালে..
আমি ওই মার্বেলগুলির গায়ে
আশৈশব গাই-বাছুর ---
খেলি...
ওই ধর্মরাজতলার নীচে দাঁড়ালে,
ইতিহাস, প্রত্নলিপির হয়
ফ্ল্যাশব্যাক...
বাপঠাকুরদার পদছাপ-ভেজা -
একটা চাতাল --- রোমন্থনে
পিছুটানে...
হারানো শৈশব ---
খেলা করে গুঁটিগুঁটি ---
দান এলে...
কেন জানি না!
বটপাতার মুকুট পরলেই --
আপু আমার হাত ধরে,
নরম সূর্য পাটে গেলে
বেড়ি পরে পায়ে...
ভেঁপুর মতো শৈশব বাজে--
প্রতি --(বট)ঝুরি বা নামালে..
আমি ওই মার্বেলগুলির গায়ে
আশৈশব গাই-বাছুর ---
খেলি...
সুচিন্তিত মতামত দিন