আমার ধর্ষিত হাসি ক্যানভাসে ছড়িয়ে রেখে তুমি যুদ্ধের প্রস্তুতি নিলে
হে পুরুষ, তোমাকে ঈশ্বর দিয়েছেন অলক্ষুণে যাদুর সম্ভ্রম, শাণিত বিষের ছোবল
বুকের ভেতর বালিকার অনুষঙ্গ কারুকাজ দক্ষ লোভে নিপুণ
অরজঃ কোমল গন্ধে নিশিত রক্তক্ষরণ চিলড্রেন পার্কে
ইলিউশনের দুষ্টু বিড়াল রঙ পেনসিলে এঁকে দেয় চকলেট যোনি
খামোশ ঈশ্বর!
মারাংবুরু, আঁচলে বড় হব। ক্লিন্ন ব্যথার ফিসফিস দলিল ফ্রকে বাঁধা
হে পুরুষ, যৌবনের পানশালায় অর্কিড অনুরাগে থিতু হও, রূপান্তর হও, পরজনমে রাধা...