প্লাবনের ঢেউ এলে
আর কত পায়ে পায়ে বসাবে চৌকাঠ!
যতবার গন্ডি দাও ততবারই তৃপ্ত জয়ধ্বনি,
মনস্কাম সিদ্ধ ভেবে রাজপথে মিছিলকে ভাঙো!
কিছু কিছু পোষ্য আছে গোলামি কেমন তারা জানে।
বিশুদ্ধ বশ্যতা চাও? এ সময় শুদ্ধতা জানেনা। এমন কি শত্রু যারা,
তারাও গোপনে সন্ধি করে,
হাতে হাতে চেটে খায় ন্যায় নীতি বোধের আঙুল।
দেওয়াল অপেক্ষা করে, মনে মনে এইটুকু জানে, প্লাবনের ঢেউ এলে ভেসে যাবে ব্যাপ্ত চরাচর,
শাসনের বেড়া ভেঙে শিশুরা উচ্ছ্বাসে ঘুরবে মেলায় মেলায়।
আর কত পায়ে পায়ে বসাবে চৌকাঠ!
যতবার গন্ডি দাও ততবারই তৃপ্ত জয়ধ্বনি,
মনস্কাম সিদ্ধ ভেবে রাজপথে মিছিলকে ভাঙো!
কিছু কিছু পোষ্য আছে গোলামি কেমন তারা জানে।
বিশুদ্ধ বশ্যতা চাও? এ সময় শুদ্ধতা জানেনা। এমন কি শত্রু যারা,
তারাও গোপনে সন্ধি করে,
হাতে হাতে চেটে খায় ন্যায় নীতি বোধের আঙুল।
দেওয়াল অপেক্ষা করে, মনে মনে এইটুকু জানে, প্লাবনের ঢেউ এলে ভেসে যাবে ব্যাপ্ত চরাচর,
শাসনের বেড়া ভেঙে শিশুরা উচ্ছ্বাসে ঘুরবে মেলায় মেলায়।
সুচিন্তিত মতামত দিন