আগামী ২৪শে নভেম্বর ২০১৭ বিকাল ৫টায় বর্ধমান লিট্ল ম্যাগাজিন মেলায় বার্ণিক পরিবেশিত গল্পগ্রন্থ , রুমকি রায় দত্তের 'যাপ্যযাত্রা' বইটির আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন । বর্ধমান লিট্ল ম্যাগাজিন মেলায় বার্ণিক এর স্টল ছাড়াও বাংলাদেশ বইমেলায় ( কোলকাতা নন্দনের বিপরীতে মোহরকুঞ্জে ) মূর্ধন্য প্রকাশনীর ঘরে, বইটি পাওয়া যাবে ।
Tags:
সাহিত্য সংস্কৃতি বার্তা