বর্ধমান লিট্‌ল ম্যাগাজিন মেলা, আসছে “কত ভূত! কি অদ্ভুত!” ।

ভিন্ন স্বাদের ভৌতিক গ্রন্থের সঙ্কলন “কত ভূত! কি অদ্ভুত!

বর্ধমান লিট্‌ল ম্যাগাজিন মেলায়, আসছে “কত ভূত! কি অদ্ভুত!”।  বর্ধমান লিট্‌ল ম্যাগাজিন মেলা এ’মাসের আগামী ২৪, ২৫ ও ২৬ নভেম্বর। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা বিভিন্ন প্রকাশনীর মেলবন্ধনের পাশাপাশি সাহিত্যের  বিপুল সম্ভার নিয়ে প্রতিবারের মতই আয়োজিত হতে চলেছে বর্ধমান লিট্‌ল ম্যাগাজিন  মেলা ২০১৭। 

বর্ধমান লিট্‌ল ম্যাগাজিন মেলায় প্রতিবারের ন্যায় বহু ভিন্ন স্বাদের গ্রন্থপুঞ্জ সম্বলিত স্টল নিয়ে উপস্থিত থাকছে বর্ধমানের বার্ণিক প্রকাশন। তাদের স্টলেই থাকছে লেখক সুমন সেনের ভিন্ন স্বাদের ভৌতিক গ্রন্থের সঙ্কলন “কত ভূত! কি অদ্ভুত!”। মোট আটটি গল্প নিয়ে সঙ্কলিত হয়েছে “কত ভূত! কি অদ্ভুত!”  বইটি।  

উল্লেখিত বইটির একটি গল্প  নেমেসিস্‌ ইতিমধ্যে প্রকাশ পেয়েছে শব্দের মিছিলে  যা উক্ত সঙ্কলনের সর্বাধিক পঠিত পরিসংখ্যানের অন্যতম। শব্দের মিছিলের চলতি সঙ্কলনে লেখকের একটি ঘৃন্য গল্প   ইতিমধ্যে পাঠক মহলে বেশ সারা ফেলেছে। 


প্রতিনিধি - তানিয়া সরকার।  




একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.