চিরন্তন
সূর্যাস্তের ছায়া প'ড়ে মনকেমনের মাঠে
হেমন্তের শিরশিরে হাওয়া...
উত্তরের ঝুল বারান্দায় বাবার গায়ের গন্ধ পাই ;
পাশের বুনোঝোপে জোনাকিদের সাঁঝবাতি
শীর্ণ শিরীষের শাখা, কোণের ইজিচেয়ারটায়
হেলান দিয়ে ,আলোছায়ায় স্নেহ লেখে ;
আমার ফুরোনো কথারা বুলি খুঁজে পায়
বাবার কথার নটেগাছটি মুড়োয়নিতো আজও ;
"সত্যের পথ ছাড়িস না কোনোদিন..."
দুঃখ কষ্টের সাঁড়াশি চাপেও
পথভ্রষ্ট হইনি বাবা---
আকাশে ম্রিয়মাণ নক্ষত্রের পাশে
উজ্জ্বল তারাটি চোখ খোলে
আমার শৈশবের নক্ষত্রখচিত দিনগুলোর মতো ;
তুমি এমন করেই আলো এঁকো বাবা
যাপনের আলপথে--
'
সূর্যাস্তের ছায়া প'ড়ে মনকেমনের মাঠে
হেমন্তের শিরশিরে হাওয়া...
উত্তরের ঝুল বারান্দায় বাবার গায়ের গন্ধ পাই ;
পাশের বুনোঝোপে জোনাকিদের সাঁঝবাতি
শীর্ণ শিরীষের শাখা, কোণের ইজিচেয়ারটায়
হেলান দিয়ে ,আলোছায়ায় স্নেহ লেখে ;
আমার ফুরোনো কথারা বুলি খুঁজে পায়
বাবার কথার নটেগাছটি মুড়োয়নিতো আজও ;
"সত্যের পথ ছাড়িস না কোনোদিন..."
দুঃখ কষ্টের সাঁড়াশি চাপেও
পথভ্রষ্ট হইনি বাবা---
আকাশে ম্রিয়মাণ নক্ষত্রের পাশে
উজ্জ্বল তারাটি চোখ খোলে
আমার শৈশবের নক্ষত্রখচিত দিনগুলোর মতো ;
তুমি এমন করেই আলো এঁকো বাবা
যাপনের আলপথে--
'
সুচিন্তিত মতামত দিন