শেষ থেকে শুরু
যেখান থেকে শুরু করেছি
ঠিক তার পরেই তোমার গন্তব্য।
আমি পাথর হাতড়াতে হাতড়াতে
শহরের উপকন্ঠ পর্যন্ত চলে এসেছি
জলকাদা মেশা শৈশব-যৌবন ফেলে রেখে।
পাড়ার পলাশ-পৌলমীরা কখন যেন আরও বড় হতে লাগলো,
পাশের ঝোপটিও অনেকটা গহীন
নিপুন হাতে ওদের যৌবন সেজে ওঠে চুপি চুপি
আমি গোপন করিনি কোনকিছুই
গোপন করিনি ফিরে আসার কথা
কেমন যেন ঘাপটি মেরে বসে থাকে আল বরাবর
আর ফেলে আসা শৈশব,কৈশোর,যৌবন
সব গা ঘেঁষাঘেঁষি একে অপরের...
।
যেখান থেকে শুরু করেছি
ঠিক তার পরেই তোমার গন্তব্য।
আমি পাথর হাতড়াতে হাতড়াতে
শহরের উপকন্ঠ পর্যন্ত চলে এসেছি
জলকাদা মেশা শৈশব-যৌবন ফেলে রেখে।
পাড়ার পলাশ-পৌলমীরা কখন যেন আরও বড় হতে লাগলো,
পাশের ঝোপটিও অনেকটা গহীন
নিপুন হাতে ওদের যৌবন সেজে ওঠে চুপি চুপি
আমি গোপন করিনি কোনকিছুই
গোপন করিনি ফিরে আসার কথা
কেমন যেন ঘাপটি মেরে বসে থাকে আল বরাবর
আর ফেলে আসা শৈশব,কৈশোর,যৌবন
সব গা ঘেঁষাঘেঁষি একে অপরের...
।
Tags:
কবিতা