মৃত্যুর রঙে আলপনা এঁকে দিই
নামাবলীর গায়ে,
অগরু আর চন্দনের প্রলেপ দিই
খইয়ের নধর শরীর জুড়ে।
দুটি সমান্তরাল রেখা এঁকে দিই
সমতল সময়ের বুকে,
পাশাপাশি শুয়ে থাক তিন ফালি জমি,
প্রথমটিতে রেখে যাই - পার্থিব সব
মাঝেরটিতে পড়ে থাক - নিষ্প্রাণ নিথর শব,
আর শেষেরটিতে...
তখনও অপেক্ষমান রাতের ক্লান্ত তারাটি।
সেই যে নদীটি...
যার সাথে প্রথম দিনেই হয়েছিল পরিচয়,
শেষের দিনে তার পাড়েই লিখে রাখি
পঞ্চত্বপ্রাপ্তির ইতি কথা।