রুমা ঢ্যাং অধিকারী
লিটল লিটল স্টোর জমাচ্ছে অভ্যাস
এরপর পরিক্ষীয়মাণ হুঁশকে ধরে ফেলেছিলাম
চেতনার বাইরে যেসব ফানুস উড়ছিল
তাদের তুমি
ঈশ্বরের উপর অনাস্থাপ্রস্তাব দিয়েছিলে
এমন হয়েছে ব্যাপারগুলো ঘোড়ামুগ খেয়ে বসেছে
পেটব্যথার সামনে ও পশ্চাতে এখন অনাদর স্থায়ী
এবং মুহুর্মুহু যন্ত্রণাবোধ পাল্লা দিয়ে আসে
যে মুখে শান্তিধাম তার আগাপাশতলা এখন বেদনাময়
টুপির নিচে কপালের খ্যামটানাচ
আর কত দেখব
কোশার জল ছিটিয়ে ঘাট থেকে তাই তুলে আনতে চাইছি
বাটন মাশরুম
চোখ বুঝলে রিরি কম্পন মাথাচাড়া দিচ্ছে
তাই পাদানিগুলোর উপাদান আলগা কিনা বুঝতে হবে
যদিও লিটল লিটল স্টোর জমাচ্ছে অভ্যাস
এরপর পরিক্ষীয়মাণ হুঁশকে ধরে ফেলেছিলাম
চেতনার বাইরে যেসব ফানুস উড়ছিল
তাদের তুমি
ঈশ্বরের উপর অনাস্থাপ্রস্তাব দিয়েছিলে
এমন হয়েছে ব্যাপারগুলো ঘোড়ামুগ খেয়ে বসেছে
পেটব্যথার সামনে ও পশ্চাতে এখন অনাদর স্থায়ী
এবং মুহুর্মুহু যন্ত্রণাবোধ পাল্লা দিয়ে আসে
যে মুখে শান্তিধাম তার আগাপাশতলা এখন বেদনাময়
টুপির নিচে কপালের খ্যামটানাচ
আর কত দেখব
কোশার জল ছিটিয়ে ঘাট থেকে তাই তুলে আনতে চাইছি
বাটন মাশরুম
চোখ বুঝলে রিরি কম্পন মাথাচাড়া দিচ্ছে
তাই পাদানিগুলোর উপাদান আলগা কিনা বুঝতে হবে
যদিও লিটল লিটল স্টোর জমাচ্ছে অভ্যাস
কোন মন্তব্য নেই:
সুচিন্তিত মতামত দিন