বিপ্লব
শুদ্ধ বৃষ্টির পূর্বে একটা ঝড় প্রয়োজন
সর্বগ্রাসী অশান্ত ঢেউয়ের কিনারে কিনারে
স্থির বিপ্লব ব্যারিকেট প্রয়োজন
মশাল জ্বেলে যে রাত এগিয়ে যায়
ভোরের পথ প্রদর্শক হয়ে
তার গায়ে লাগেনা আপোষের তীক্ষ্ণ দাঁত
মহীয়ান সূর্য বিপ্লবের মস্তকে
এঁকে দেয় সার্থক চুম্বন
ক্ষুধার্ত জঠর অগ্নিতে শান্তির বারি বর্ষণে
আরো একবার বিপ্লবের বড় প্রয়োজন
শুদ্ধ বৃষ্টির পূর্বে একটা ঝড় প্রয়োজন
সর্বগ্রাসী অশান্ত ঢেউয়ের কিনারে কিনারে
স্থির বিপ্লব ব্যারিকেট প্রয়োজন
মশাল জ্বেলে যে রাত এগিয়ে যায়
ভোরের পথ প্রদর্শক হয়ে
তার গায়ে লাগেনা আপোষের তীক্ষ্ণ দাঁত
মহীয়ান সূর্য বিপ্লবের মস্তকে
এঁকে দেয় সার্থক চুম্বন
ক্ষুধার্ত জঠর অগ্নিতে শান্তির বারি বর্ষণে
আরো একবার বিপ্লবের বড় প্রয়োজন
সুচিন্তিত মতামত দিন