ঢাক ঢাক গুড় গুড়
আঙুল ফুলে কলাগাছ সুখতলা
একগুচ্ছ পিপাসা কাম্য কাতর বুক
বাঁকা আঙুলে ঘি তুলতে হলেই
সোজা আঙুলের ব্যায়াম আবশ্যক
গল্পের গোরুকে গাছে তোলা সোজা
নীতির বাগান ফুটছে লাল লঙ্কায়
মুখ পুড়ুক অমাবস্যার ,আলোর কী
আউড়ে আউড়ে সময় দোলে শঙ্কায়
রাজনীতিটা নীতির রাজা হলে
মিথ্যের বাতাসে কেন পথ রাঙালে
মানুষ বোঝে কোনটা ঠিক, কোনটি নয়
সঙ্ঘবদ্ধ মানুষকে রাজার সদাই ভয়
বেলা কেটে কেটে সাগরে ঢালো জল
সে জলে নোনতার স্বাদে গলা
কুটকুটে বিদ্বেষেরা ঝরে পড়ে পাতে
দাঁও মেরে শক্ত হওয়ার পালা
নীতির গাছে ফলছে বিষময় ফল
মৃত্যুর মতো আষ্টেপৃষ্টে ধরে হাঁক
সত্য সেদিনে প্রকাশ্য বেজে ওঠে
মিথ্যের অবসানে নীতির জয়ঢাক
আঙুল ফুলে কলাগাছ সুখতলা
একগুচ্ছ পিপাসা কাম্য কাতর বুক
বাঁকা আঙুলে ঘি তুলতে হলেই
সোজা আঙুলের ব্যায়াম আবশ্যক
গল্পের গোরুকে গাছে তোলা সোজা
নীতির বাগান ফুটছে লাল লঙ্কায়
মুখ পুড়ুক অমাবস্যার ,আলোর কী
আউড়ে আউড়ে সময় দোলে শঙ্কায়
রাজনীতিটা নীতির রাজা হলে
মিথ্যের বাতাসে কেন পথ রাঙালে
মানুষ বোঝে কোনটা ঠিক, কোনটি নয়
সঙ্ঘবদ্ধ মানুষকে রাজার সদাই ভয়
বেলা কেটে কেটে সাগরে ঢালো জল
সে জলে নোনতার স্বাদে গলা
কুটকুটে বিদ্বেষেরা ঝরে পড়ে পাতে
দাঁও মেরে শক্ত হওয়ার পালা
নীতির গাছে ফলছে বিষময় ফল
মৃত্যুর মতো আষ্টেপৃষ্টে ধরে হাঁক
সত্য সেদিনে প্রকাশ্য বেজে ওঠে
মিথ্যের অবসানে নীতির জয়ঢাক
সুচিন্তিত মতামত দিন