একটি কবিতার বজ্র হুঙ্কারে,
চুর্ণ হয় অমানবিকতার বদ্ধ শিকল,
বিলীন হয় অপসংস্কৃতির অবাধ অবগাহন,
রুদ্ধ হয় অত্যাচারীর বিকৃত লালসার কন্ঠ,
বিসর্জিত হয় দাম্ভিকের অজস্র অহংকার।
একটি কবিতার নীরব প্রতিবাদে,
উলঙ্গ হয় সমাজের আধুনিকতার খোলস,
মুক্ত হয় রক্তচোষা কালিমালিপ্ত সমাজ,
বন্ধ হয় লেলিহান সভ্যতার বজ্র নিনাদ,
মৃত্যু হয় গুমোটধরা স্বার্থান্বেগষী হিংসার,
একটি কবিতার স্নিগ্ধ ছোঁয়ায়,
জন্ম নেয় মৃত সভ্যতার নব অরুণালোক ।।