আর দেব না
আর দেব না মুক্তি আমার স্বাধীনতা ধন
আর দেব না স্বপ্ন ,আমার অগাধ চিন্তন
আর দেব না কথা বলার একটুখানি খুশি
আর দেব না নিজের থেকে কাড়ুক যত খুশি
আর দেব না মুক্ত চিন্তা বেঁচেথাকার খোঁজ
আর দেব না জিততে ওদের, হারিও যদি রোজ
আর দেব না গুলিয়ে দিতে মন্দ-ভালোর খেলা
আর দেব না জিতে নিতে হোক না অবহেলা
আর দেব না মুছিয়ে দিতে মন গভীরের ছবি
আর দেব না নিজের থেকে,কাড়লে কাড় সব-ই
আর দেব না মুক্তডানায় আকাশ মাপার সাধ
আর দেব না বন্ধনহীন মুক্তিটা অবাধ
আর দেব না খোলা হাওয়ায় শ্বাসের অধিকার
আর দেব না কেড়ে নিতে আমার স্বাধিকার !