Header Ads

Breaking News
recent

কৌশিক চক্রবর্ত্তী

কৌশিক চক্রবর্ত্তী
 তুমিই আসলে হত্যাকারী নও  

সব সতীত্ব মুছে গেছে মুখোশের চোখদুটি থেকে...
আনাচেকানাচে দেয়াল হয়েছে হলদেটে
সংঘর্ষের জন্য থেকে গেছে
অসংখ্য বিচার প্রার্থনার স্মৃতি...

কোনো কোনো চোখের কোণ
প্রতিরাত্রে জীবন্ত কবর,
উষ্ণতার বিচ্ছিন্ন শামিয়ানা...

কত শিরায় জমে গেছে
                       নিঃস্বার্থ দেহত্যাগের খবর -

প্রাক্তনী প্রভাত বলে কিছু নেই
সবটাই আল-কাটা ধান আর চাষাভুষোর অবৈধ প্রেমকাহিনী -
নিয়মের বেড়াজালে বাঁধতে গেলে
শিশুর জন্মক্ষণ'ও সরেছে পঞ্জিকার ভুলে
দীর্ঘ থেকে দীর্ঘতর হয়েছে পুরনো দংশনের চিহ্ন...

কখনো আঙুলে জমেছে সংশয়ের মেঘ,
আজও তার সুদীর্ঘ প্রভাব আছে
                              মুখোশের গণতন্ত্র ঘিরে...

তবু সকলে শুনছে সেই দিনের কথা -

এক একটা মেঘলা দিন
আসলে গভীর ক্ষতচিহ্নে প্রলেপ লাগাবার নিশ্ছিদ্র আস্তানা-

তাই সকলের মতো তুমিও আসলে হত্যাকারী নয়!কোন মন্তব্য নেই:

সুচিন্তিত মতামত দিন

Blogger দ্বারা পরিচালিত.