অতনু জানা

অতনু জানা
 " কেউ কি ভেবেছিল" 

কেউ কি ভেবেছিল,
এমন উৎসব মুখরিত সন্ধ্যায়-
আছড়ে পড়বে কালবৈশাখীর ঝড় ?

কেউ কি ভেবেছিল,
ওই ফুটফুটে ফুলের মত শিশুটার রক্তে -
ধরা পড়বে মরনব্যাধী ক্যান্সার?

কেউ কি ভেবেছিল,
ছেলেটার স্লোগানে সমাজতন্ত্রের মন্ত্র-
বুকের ভিতরে শয়তানের বাস?

কেউ কি ভেবেছিল,
একদিন নীহারিকা তুমি ও সম্পূর্ণ অচেনা -
হেঁটে যাবে, ধরে পরপুরূষের হাত?

কেউ কী ভেবেছিল,
একদিন অন্যায়ের বিরুদ্ধে লড়তে লড়তে-
আমিও হয়ে উঠবো পিশাচ?



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.