আমার ছড়া উড়তে পারে
ঘুরতে পারে
আকাশ ছাদে
আমার ছড়া দুঃখ পেলে
খেলা ফেলে
ভীষণ কাঁদে ।
আমার ছড়া দুপুরবেলা
সারা বেলা
খেলার মাঠে
আমার ছড়া কাটে সাঁতার
ডাকে মা তার
পুকুর ঘাটে ।
আমার ছড়া আলোর ঘরে
জীবন ধরে
হাসতে থাকে
আমার ছড়া করবে দেখা
একা একা
পথের বাঁকে ।
আমার ছড়া হাত বাড়িয়ে
কোল বাড়িয়ে
তোমার দিকে
আমার ছড়া হবে মগন
আঁধার যখন
একটু ফিকে ।
আমার ছড়া ভালোবাসে
কাঁদে হাসে
যেতে যেতে
আমার ছড়া মানুষ পেলে
সকল ফেলে
ওঠে মেতে ।