চারিদিকে শুধুই প্রলোভন,সমাজের রূঢ় রূপ,
বাস্তব যে বড়ই কঠিন,অচেনার ভিড়ে চেনা মুখ।
বন্ধুত্বের মুখোশ পড়তে যদিও হয় না দেরি,
শত্রু যেন আড়াল থেকে বসায় তীক্ষ্ণ ছুড়ি।
ভাবিনি আজ কলম আমার হঠাৎ যাবে থেমে,
নীরব চোখে যেদিকে তাকাই, সবাই অন্ধ সত্ত্বার প্রেমে।
বেমানান আজ প্রতিশ্রুতি সব, কেউ দেবে না সাথ,
নির্লোভ মনে এগিয়ে এসে বাড়াবেনা আর হাত।