ভালবাসা লিখিনি
চ্যাটচেটে ঘাম লিখছি
আটআনার বিড়ি টানতে টানতে
বিকালে মাঠে বসলে বাউল টানে
একতারার সুরে
শালিধানের সাথে সেল্ফি নিয়ে
এখনও প্রোফাইল পিকচার করে তুলতে পারি নি
#
পিপাসাকে অতিক্রম করতে না পারলে
শরীর থেকে যায় প্রাণ থাকে না
পেটে খিদে থাকলে
ভালবাসা আসে না
ভাত চাই ভাত ---গরম ভাত
#
কৃষককে ভালবাসো নি কোনদিন
উপেক্ষা আর অনুকম্পা
নবাণ্ণ চাই রাইসেনা হিলস্ চাই
বহুরূপী অনেকদিন হলো
এবার চাই ঘামে ভেজা সেঁকা চাষা
#
লেত্যালোক দূর হটো
দ্যাশ সেবা অনেক হলো