Header Ads

Breaking News
recent

অনু সঞ্জনা ঘোষ

অনু সঞ্জনা ঘোষ
 ঘুম ও অসুখ 

ঘুমের মধ্যে বেঁচে উঠি। চেনা গন্ধ ছড়িয়ে দিই শুকনো জানালায়। আকাশ ভিড় করা বারান্দায় বাসা বাঁধে সুখ পাখি। ভোরের কার্নিশ সূর্য ঝরায়। দরজার ওপারে রেল লাইন হেঁটে চলে যায়। শপথের নীল রং আরো গাঢ় হয়। গাছের ছায়ায় আমাদের গেরস্থালী। খড়কুটো ভেসে চলে জ্যোৎস্নায়। যত প্রজাপতি ছিল স্মৃতিতে, তারা হয়ে গেছে কালোতে। শিকড়েরা দেওয়াল লেখে, পাতাদের শরীরে বেড়ে ওঠে ঘর। রং পায় জল। বয়স বাড়ে শিকড়ের। সারি সারি স্মৃতি দেওয়ালে মাখামাখি। নীলচে পালক, পাথুরে দেওয়াল ভুলে যায় অসুখের মাপকাঠি। সমুদ্রের কাছে হেঁটে আসি। সমুদ্র আমায় ঘুম পাড়ায়। আমি ঘুমের মধ্যে বারবার বেঁচে উঠি।
কোন মন্তব্য নেই:

সুচিন্তিত মতামত দিন

Blogger দ্বারা পরিচালিত.