নীতিমালার পাঠ
তোমার কাছে শিখতে বসি
এক এক করে শিখি আমার জীবনের পাঠক্রম
যতটা উদার হলে সামাজিকতা রক্ষা করেও পরিপূর্ণ
সামাজিক বিপ্লব সম্ভব
রক্ষণশীলতার সঙ্গে আধুনিকতার বিবাদ অতি প্রাচীন
এটিও একটি আদিম সমরনীতি
তুমি গড়ে চলছে, ভাঙছ না
আমি শুধু দেখছি
বার বার...
তোমার কাছে শিখতে নিতে চাই আরো কিছু পাঠ
যা আমার কোনো আকাদেমিক পাঠক্রমে লিপিবদ্ধ নেই
অভেদ্য অদ্বৈতের সন্ধান পাই
সমস্ত ভেদচিহ্ন মুছে যায়
বহুজন্মের ক্ষত নিরাময় হয়ে আসে
আমি শুনতে থাকি
একটানা ধ্বনি সুমধুর
নীতিমালার পাঠ দিচ্ছেন শ্রীরামকৃষ্ণ!
তোমার কাছে শিখতে বসি
এক এক করে শিখি আমার জীবনের পাঠক্রম
যতটা উদার হলে সামাজিকতা রক্ষা করেও পরিপূর্ণ
সামাজিক বিপ্লব সম্ভব
রক্ষণশীলতার সঙ্গে আধুনিকতার বিবাদ অতি প্রাচীন
এটিও একটি আদিম সমরনীতি
তুমি গড়ে চলছে, ভাঙছ না
আমি শুধু দেখছি
বার বার...
তোমার কাছে শিখতে নিতে চাই আরো কিছু পাঠ
যা আমার কোনো আকাদেমিক পাঠক্রমে লিপিবদ্ধ নেই
অভেদ্য অদ্বৈতের সন্ধান পাই
সমস্ত ভেদচিহ্ন মুছে যায়
বহুজন্মের ক্ষত নিরাময় হয়ে আসে
আমি শুনতে থাকি
একটানা ধ্বনি সুমধুর
নীতিমালার পাঠ দিচ্ছেন শ্রীরামকৃষ্ণ!
Tags:
কবিতা