সময়মুদ্রা
জলে কষ্টছায়া পেতে যে তন্ময় বকটি সময়ের
মুদ্রা দু'হাতে খরচে বেহিসাবি হয়ে আছে , তার
অনঙ্গ ঠিকানা ক্ষতে নুনের মতো আমার বোধে
জ্বালার আকার নেয় --- গ্রাম্যপথসদৃশ বিস্তার ---
তার ব্যাকরণ থেকে সন্ধি নিপাতনের আড়ালে
লুকোয় নিয়ম খুলে। বিশুষ্ক চঞ্চুতে কড়া রোদ
ধাক্কা খেয়ে ছড়ানো ছায়ার পাশে জলে উষ্ণতার
বিষ ঢেলে দিতে ব্যস্ত ---; সুদূরপরাহত মাছের
থেকে আরও সুদূরে বকের শাবকের কষ্টার্জিত
হাঁ-এর কুয়োতে আমি দড়িছেঁড়া বালতির মতো
চঞ্চুর দেওয়ালে ধাক্কা খেতে খেতে পড়ে যেতে থাকি...
জলে কষ্টছায়া পেতে যে তন্ময় বকটি সময়ের
মুদ্রা দু'হাতে খরচে বেহিসাবি হয়ে আছে , তার
অনঙ্গ ঠিকানা ক্ষতে নুনের মতো আমার বোধে
জ্বালার আকার নেয় --- গ্রাম্যপথসদৃশ বিস্তার ---
তার ব্যাকরণ থেকে সন্ধি নিপাতনের আড়ালে
লুকোয় নিয়ম খুলে। বিশুষ্ক চঞ্চুতে কড়া রোদ
ধাক্কা খেয়ে ছড়ানো ছায়ার পাশে জলে উষ্ণতার
বিষ ঢেলে দিতে ব্যস্ত ---; সুদূরপরাহত মাছের
থেকে আরও সুদূরে বকের শাবকের কষ্টার্জিত
হাঁ-এর কুয়োতে আমি দড়িছেঁড়া বালতির মতো
চঞ্চুর দেওয়ালে ধাক্কা খেতে খেতে পড়ে যেতে থাকি...
সুচিন্তিত মতামত দিন